মিরাজের ফিফটি, সহজ জয়ের পথে বাংলাদেশ
প্রকাশিতঃ 4:11 pm | October 07, 2023
ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:
মেহেদি হাসান মিরাজকে এখন টপঅর্ডার ব্যাটার বলাই যায়। একবার-দুইবার নয়, যতবারই ওপরের দিকে ব্যাটিং করার সুযোগ পাচ্ছেন ততবারই নিজেকে জেনুইন ব্যাটার হিসেবে প্রমাণ করছেন এই অলরাউন্ডার।
আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে তিন নম্বরে নেমেও সফল মিরাজ। ১৯ রানে দলের প্রথৃম উইকেট পড়ার পর ক্রিজে এসেছিলেন। ২৭ রানে দ্বিতীয় উইকেটের পতনও দেখেছেন।
তবে দলকে ব্যাটিং বিপর্যয়ে পড়তে দেননি মিরাজ। নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে সহজ জয়ের পথে এগিয়ে নিচ্ছেন এই অলরাউন্ডার।
এরই মধ্যে তুলে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে হাফসেঞ্চুরি। ১৫৭ তাড়া করতে নেমে ২৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৩ রান। মিরাজ ৫০ আর শান্ত ২৯ রানে অপরাজিত আছেন।
১৫৭ রানের মামুলি লক্ষ্য। আফগানিস্তানের ছুঁড়ে দেয়া এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়েছিল বাংলাদেশ। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে ২৭ রানেই দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
তবে এর মধ্যে দুর্ভাগ্যের শিকার হলেন ওপেনার তানজিদ হাসান তামিম। একটি রান নেয়ার চেষ্টা করতে গিয়ে নজিবুল্লাহ জাদরানের সরাসরি থ্রোয়ে রানআউট হয়ে যান তানজিদ তামিম। ১৩ বলে ৫ রান নিয়ে ব্যাট করছিলেন তিনি তখন। দলীয় রান ছিল ১৯।
লিটন দাসের ওপর প্রত্যাশা ছিল অনেক। কিন্তু তিনিও ব্যর্থ হলেন। ইনিংসের সপ্তম ওভারের ৪র্থ বলে ফজল হক ফারুকির বলে বোল্ড হয়ে গেলেন। কভার অঞ্চল দিয়ে মারার জন্য শট খেললেন। কিন্তু বল ভেতরের কানায় লেগে গিয়ে হিট করলো স্ট্যাম্পে। বোল্ড হয়ে গেলেন তিনি। দলীয় রান এ সময় ২৭।
এরপর জুটি বেঁধেছেন নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ। মিরাজ অবশ্য ফিফটি করার পথে ১৬ রানে একবার জীবন পেয়েছিলেন। পয়েন্টে তার ক্যাচ ছেড়েছিলেন মোহাম্মদ নবি। এজন্যই বোধ হয় বলে, সৌভাগ্য সবসময় সাহসীদের পক্ষেই থাকে।
কালের আলো/এমএইচ/এসবি