শিক্ষার্থীদের দাবির মুখে অনার্স ৪র্থ বর্ষের রুটিন পরিবর্তন
প্রকাশিতঃ 3:09 pm | February 07, 2018
স্টাফ রিপোর্টার:
শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে অনার্স ৪র্থ বর্ষ চূড়ান্ত পরীক্ষার রুটিন পরিবর্তন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পরিবর্তিত রুটিন অনুযায়ী আগামী ৫ মার্চ থেকে পরীক্ষা শুরু হবে।
এর আগে, গত ১ ফেব্রুয়ারি রুটিন প্রকাশিত হওয়ার পর থেকেই পরিবর্তনের দাবিতে আন্দোলনে নামে দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
এ প্রেক্ষিতেই বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবর্তিত রুটিন প্রকাশ করে।
পরিবর্তিত রুটিন: