পাওয়ারপ্লেতেই শেষ ‘৩’ উইকেট, ক্ষিপ্ত হাথুরুসিংহে!

প্রকাশিতঃ 11:04 am | October 11, 2023

ক্রীড়া প্রতিবেদক,কালের আলো:

ব্যাটে-বলে একেবারেই ভুলে যাওয়ার মত এক দিন পার করেছে বাংলাদেশ। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে টাইগাররা হেরেছে ১৩৭ রানে। ৩৬৫ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে ২৫০ রানও করতে পারেনি ব্যাটাররা। দলের মিডল অর্ডার পর্যন্ত চার ব্যাটার আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটের ঘরে।

কোচ চন্ডিকা হাথুরুসিংহে ম্যাচশেষে হতাশ দলের টপ অর্ডার নিয়ে। পাওয়ারপ্লেতে দ্রুত ৩ (মূলত ৪ উইকেট) উইকেট হারিয়ে বসাটা সহজভাবে নেননি টাইগার কোচ। সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘শুরুটা যদি ভালো না হয়, পাওয়ারপ্লেতেই যদি ৩ উইকেট হারিয়ে বসেন, তাহলে ম্যাচ জিতবেন কীভাবে! অবশ্যই এটা দুশ্চিন্তার বিষয়। যেহেতু আমরা সাতজন ব্যাটসম্যান খেলিয়েছি, সেহেতু চাইব টপ অর্ডার থেকে যেন রান আসে।’

তানিজদ তামিম আবারো ব্যর্থ এই ম্যাচে। প্রসঙ্গ উঠে এসেছিল তাকে নিয়েও। এ সময় ডেভিড মালানের প্রসঙ্গ টেনে হাথুরু বলেন, ‘রান না করলে দুশ্চিন্তা তো হবেই। তানজিদ প্রস্তুতি ম্যাচ দুটিতে রান করেছে। সে ফর্মে আছে। আন্তর্জাতিক ক্রিকেটে সে নতুন। দুই ইনিংস দেখে তাকে বিচার করা ঠিক না। তাহলে ম্যালানের এই ম্যাচটা খেলার কথা নয়। সুতরাং আমাদের ধৈর্য ধরতে হবে।’

লিটন আর মুশফিক দুজনের রানে ফেরাটাই বাংলাদেশের জন্য ইতিবাচক মনে করছেন হাথুরু, ‘লিটনের ফর্মে ফেরাটা অবশ্য আমাদের জন্য ভালো খবর। এটা লিটনের জন্যও ভালো খবর। আমাদের শুরুতে রান দরকার। এভাবে উইকেট হারানোটা মোটেও ভালো কিছু নয়। মুশফিকের রানে ফেরাটাও আমাদের জন্য ভালো খবর।’

কালের আরো/এসএম