দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত আবদুল হামিদ

প্রকাশিতঃ 3:14 pm | February 07, 2018

স্টাফ রিপোর্টার | কালের আলো:

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মো. আবদুল হামিদ।

বুধবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

বুধবারই এ বিষয়ে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। সন্ধ্যায় বঙ্গভবনে যাবেন প্রধান নির্বাচন কমিশনার।

সোমবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ওইদিন শুধু ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র দাখিল করে।

তফসিলে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের তারিখ ৭ ফেব্রুয়ারি।

আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। চলতি বছরের ২৩ এপ্রিল তার পাঁচ বছরের মেয়াদ শেষ হবে। সংবিধানের ১২৩ ধারা অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ৯০ থেকে ৬০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

আবদুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার আগে সাত বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দুইবার তিনি স্পিকারের দায়িত্ব পালন করেন।

তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ১৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল।