নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর প্রশংসায় সালাম মূর্শেদী এমপি
প্রকাশিতঃ 12:01 am | October 14, 2023
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সুদূরপ্রসারী চিন্তা ও প্রজ্ঞার অপূর্ব সম্মিলন আর বলিষ্ঠ নেতৃত্বে দেশের নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নে অনন্য এক নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এমন মন্তব্য করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
তিনি বলেন, সরকারের উচ্চপর্যায় থেকে শুরু করে স্থানীয় প্রশাসন ও তৃণমূল পর্যন্ত নারী উন্নয়নের প্রসার ঘটিয়েছেন বঙ্গবন্ধুকন্যা। নারী শিক্ষার বিকাশ, নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, নারী সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় আইন প্রণয়ন, কর্মক্ষেত্র ও রাজনীতিতে নারীর অবাধ অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে তাঁর কর্মযজ্ঞ অতুলনীয়।
শুক্রবার (১৩ অক্টোবর) দিঘলিয়া উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীতে নিজস্ব ব্যক্তিত্ব-বৈশিষ্ট্যে সমুজ্জ্বল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে প্রধান অতিথির বক্তব্যে এভাবেই উপস্থাপন করেন সরকার দলীয় এই সংসদ সদস্য। তিনি দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভাতেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) রিপন কুমার সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, মফিজুল ইসলাম ঠান্ডু, গাজী জিয়াউর রহমান ও সাহাগীর হোসেন পাভেল।
দেশে ঠিকানাবিহীন কোনো পরিবার থাকবে না জানিয়ে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘মানবতার মা, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই দেশে ৩৬ লক্ষ ভূমিহীন পরিবার মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে কোথাও এক ইঞ্চি জমি ফাঁকা রাখা যাবে না। দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকারকে পঞ্চমবারের মত নির্বাচিত করতে হবে। এজন্য দলের নেতাকর্মীদের সরকারে উন্নয়নের সাফল্যের কথা দ্বারে দ্বারে গিয়ে সাধারণ মানুষকে জানাতে হবে।
এর আগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কিশোর আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহবুব আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন।
পরে সংসদ সদস্য প্রান্তিক কৃষকদের মাঝে সহায়তা প্রদানে প্রণোদনার উপকরণ বিতরণ করেন। তিনি উপজেলা পরিষদ অভ্যন্তরে আরসিসি সড়কের নির্মাণ কাজেরও উদ্বোধন করেন। এদিকে, বিকেলে তিনি উপজেলা চন্দনীমহল গাজীপাড়া মাদ্রাসা মাঠে চন্দনীমহল সাংগঠনিক ইউনিয়ন আ’লীগ আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি খান নজরুল ইসলাম। চন্দনীমহল সাংগঠনিক ইউনিয়ন আ’লীগের সভাপতি গাজী আজগর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইখতিয়ার হোসেন’র পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগ সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, ফারহানা নাজনীন, মোসাঃ শামসুন নাহার, আ’লীগ নেতা এমদাদুল ইসলাম প্রমুখ।
কালের আলো/ডিএস/এমএম