আফগানদের ঝোড়ো ব্যাটিং, ১২ ওভারেই ১০০
প্রকাশিতঃ 3:46 pm | October 15, 2023
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম (বর্তমানে অরুন জেটলি স্টেডিয়াম)- রীতিমত রান বন্যার একটি মাঠ। এই মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে সর্বোচ্চ ৪২৮ রানের রেকর্ড গড়েছিলো দক্ষিণ আফ্রিকা। জবাবে শ্রীলঙ্কাও করেছিলো ৩২৬ রান।
সেই মাঠেই টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে কী ভুলই করে ফেললেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার? প্রতিপক্ষ আফগানিস্তান বলে হিসাব-নিকাশে কী কোনো ভুল করে ফেললেন তিনি?
কারণ, টস হারের পর আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি বলেছিলেন, তাদের লক্ষ্য ৩০০’র বেশি রান তোলা। অধিনায়কের কথামত বড় স্কোরের দিকেই এগিয়ে চলছে আফগানিস্তান। দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইবরাহিম জাদরান মিলে তুমুল ঝড় তুলে দিয়েছে ভারতের রাজধানীতে।
দুই ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ১২.৪ ওভারেই (৭৬ বল) দলীয় শতরানে পৌঁছে যায় আফগানিস্তানের স্কোর। এর মধ্যে কোনো উইকেট হারায়নি তারা।
এ রিপোর্ট লেখার সময় আফগানিস্তানের রান ১৪ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ১০৬। ৪৮ বলে ৬৯ রানে রহমানুল্লাহ গুরবাজ এবং ৩৭ বলে ২৬ রানে ব্যাট করছেন ইবরাহিম জাদরান।
কালের আলো/এসএম