চারলেন সড়কের গুণগত মানে নজর সেনাপ্রধানের, সেনাসদস্যদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে গুরুত্ব

প্রকাশিতঃ 4:42 am | October 16, 2023

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

স্বপ্নের চারলেন সড়ক পেয়েছে নড়াইলবাসী। নড়াইল শহরের ওপর দিয়ে যাওয়া এই মহাসড়কটি নির্মাণে বৃহৎ কর্মযজ্ঞের তত্ত্বাবধান করছে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। নিজের পূর্বপুরুষের ভিটামাটির এই জেলা নড়াইল শহরাংশের প্রায় ৬ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতের ক্ষেত্রে কাজের গুণগত মান বজায়ে বরাবরই বিশেষভাবে নজর দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ।

যানজট নিরসন এবং এই মহাসড়ক ব্যবহারকারীদের কর্মঘন্টা বাঁচিয়ে উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাওয়া এই জাতীয় মহাসড়ক (এন-৮০৬) প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প রবিবার (১৫ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে পরিদর্শন করেন। এ সময় নির্ধারিত সময়ের মধ্যে ও জনসাধারণের কোনো ধরনের অসুবিধার সৃষ্টি না করে এই প্রকল্প শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে নড়াইল জেলা সদরের সঙ্গে খুলনা, বেনাপোল ও যশোর জেলার যোগাযোগ নিরবিচ্ছন্ন ও নিরাপদ হবে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এদিন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া পরিদর্শন করেন। তিনি ৫৫ পদাতিক ডিভিশনের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে নড়াইল জেলার মোচড়া এলাকায় ডিভিশন পরিচালিত আর্মস কমান্ডো ক্যাডারের চূড়ান্ত অনুশীলন পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি সেনাসদস্যদের দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়ে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

কালের আলো/এমএএএমকে