মেসির ইন্টার মায়ামি নভেম্বরে চীনে আসছে

প্রকাশিতঃ 1:05 pm | October 16, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

লিওনেল মেসির ইন্টার মায়ামি আগামী নভেম্বরে এশিয়া সফরে আসছে। তাদের এই সফর শুধুমাত্র চীনে সীমাবদ্ধ থাকবে। মৌসুম পরবর্তী এই সফরে তারা মাত্র দুটো ম্যাচ খেলবে। গত রোববার ইন্টার মায়ামি এ তথ্য জানিয়েছে।

মেজর সকার লিগের অভিযান শেষ হওয়ার পরপরই এ সফরের পরিকল্পনা করেছে ইন্টার মায়ামি। সফরে ৫ নভেম্বর তারা চীনের সুপার লিগের দল কুইংডাও হাইনিউ এফসির মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে ৮ নভেম্বর। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ চেংডু রংচেং।

সফরের তথ্য জানিয়ে মায়ামির প্রধান বিজনেস কর্মকর্তা হাভিয়ের আসেন্সি বলেন, আমাদের ক্লাবের এই সফর পরিকল্পনা করতে পেরে আমরা গর্বিত। চীনের বিপুল সংখ্যক সমর্থকের সামনে আমরা আমাদের দলকে নিয়ে যাচ্ছি। নতুন সমর্থকদের সামনে দলকে পরিচয় করিয়ে দেওয়ার দারুণ এক সুযোগ এটি। আমরা এই সফরের জন্য উম্মুখ হয়ে অপেক্ষা করছি।’

মেজর সকার লিগে এফসি সিনসিনাতির কাছে হেরে মায়ামি প্লে অফ থেকে বাদ পড়ে। তবে মেজর সকার লিগে এখনো তাদের দুটো ম্যাচ বাকি রয়েছে। বুধবার ও শনিবার ম্যাচ দুটো অনুষ্ঠিত হবে।

এ সফরে মেসি থাকবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। ইনজুরির কারণে মায়ামির হয়ে গত সাত ম্যাচের মধ্যে মাত্র দুই ম্যাচে মাঠে নেমেছেন মেসি। তবে মেসি দলের সঙ্গে থাকলে তিনিই হবেন প্রধান আকর্ষণ।

কালের আলো/এসএম