ভারতকে হারালে সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী
প্রকাশিতঃ 7:45 pm | October 18, 2023
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বিশ্বকাপের প্রথম দেখায় আহমেদাবাদে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। প্রথমপর্বে আর দেখা হচ্ছে না চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের। যদি উভয় দল সেমিফাইনালে যায়, তাহলে দ্বিতীয়বারের দেখায় ভারতকে হারিয়ে প্রতিশোধ নিতে পারে পাকিস্তান। তবে সেটি এখনো নিশ্চিত নয়।
কিন্তু হারের প্রতিশোধ নিতে তর সইছে না পাকিস্তানের ক্রিকেট ভক্তদের। তাই বাংলাদেশের দিকে তাকিয়ে আছেন তারা। এমনকি পাকিস্তানি এক অভিনেত্রী আগেভাগেই জানিয়ে রাখলেন, বাংলাদেশ যদি ভারতকে হারাতে পারে তবে ঢাকায় এসে সাকিবদের সঙ্গে ডিনার ডেট করবেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) করা এক পোস্টের মাধ্যমে সেহার শিনওয়ারি নামের এক অভিনেত্রী প্রতিজ্ঞা করেছেন, যদি বাংলাদেশ বিশ্বকাপে ভারতকে হারাতে পারে তাহলে তিনি বাংলাদেশের ক্রিকেটারদের সাথে ডেটে যাবেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘ইনশাআল্লাহ, পরের ম্যাচে আমার বাঙালি বন্ধুরা আমাদের প্রতিশোধ নেবে। যদি তাদের দল ভারতকে হারাতে পারে তাহলে আমি ঢাকায় যাব এবং বাঙালি ছেলেদের সঙ্গে মাছ দিয়ে নৈশভোজ করব।’
আগামীকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বেঙ্গালুরুর মহারাষ্ট্র অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।
এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম তিন ম্যাচে বাংলাদেশের জয় একটিতে। অপরদিকে তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে ভারত।
কালের আলো/এসএম