রোহিতকে পারলেও এবার বিরাটকে থামানো গেলো না
প্রকাশিতঃ 11:07 am | October 20, 2023
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
শেষ পর্যন্ত ভারতীয়দের সেঞ্চুরির রেকর্ডটা অক্ষুন্ন্ থাকলো। ২০১১ থেকে ২০১৯ পর্যন্ত বিশ্বকাপের তিন আসরে বাংলাদেশের বিপক্ষে খেলা ৩ ম্যাচে চারটি শতরান ছিল ভারতীয় ব্যাটারদের। এর মধ্যে বর্তমান অধিনায়ক রোহিত শর্মারই ছিল দুটি। আর বিরেন্দর শেবাগ এবং বিরাট কোহলির ছিল একটি করে।
বৃহস্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে শতরান করে রোহিত শর্মাকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি। বলে রাখা ভাল, ২০১১ সালে ঢাকার শেরে বাংলায় বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করেছিলেন বিরেন্দর শেবাগ।
দিনটি ছিল ২০১১ সালের ১৯ ফেব্রুয়ারি। মিরপুরের শেরে বাংলায় ওই বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারত ৮৭ রানের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশকে। ১৪০ বলে ১৭৫ রানের হ্যারিকেন ইনিংস উপহার দিয়ে ম্যাচ সেরা হন তখনকার ভারতীয় দলের ওপেনার শেবাগ। একই ম্যাচে ভারতের হয়ে শতরান করেছিলেন বিরাট কোহলিও। ৮৩ বলে ১০০ নট আউট ছিল কোহলির ব্যাট।
এরপর ২০১৫ এবং ২০১৯ সালে পর পর দুই সাক্ষাতে শতরান এসেছিলো ভারতীয় ওপেনার রোহিত শর্মার ব্যাট থেকে। ৪ বছর আগে এজবাস্টনে ভারত ২৮ রানে হারায় বাংলাদেশকে। ৯২ বলে ১০৪ রানের ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ হন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে ২০১৫ সালে অনবদ্য শতক উপহার দিয়ে (১২৬ বলে ১৩৭) ভারতের জয়ের নায়ক হয়ে ম্যাচ সেরা হয়েছিলেন রোহিত শর্মা। ভারত জয়ী হয় ১০৯ রানে।
দেখার বিষয় ছিল বৃহস্পতিবার টানা তৃতীয়বারের মত বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে শতরান করতে পারেন কি না? নাহ তিনি পারেননি। ৪০ বলে ৪৮ রানে আউট হয়েছেন রোহিত শর্মা। হাসান মাহমুদের বলে ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়ে ফিরে যান ভারত অধিনায়ক।
বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপে রোহিত শর্মা তৃতীয় সেঞ্চুরিরর স্বপ্ন পূরণ না হলেও পিছন থেকে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় শতরান তুলে নিয়েছেন বিরাট কোহলি।
ক্রমাগত ছক্কা হাঁকিয়েই সেঞ্চুরির খুব কাছে যেতে থাকে। ৩৯ নম্বর ওভারে হাসান মাহমুদকে ছক্কা হাঁকিয়ে ৭৪ থেকে ৮০’তে পা রাখেন বিরাট কোহলি। পরের বলে সিঙ্গেলস নিয়ে আবার স্ট্রাইকে চলে আসেন বিরাট। ৮১ থেকে নাসুমকে বাউন্ডারি হাঁকিয়ে ৮৫, তারপর দুটি ডট আর ঠিক তারপর পরই আবার ছক্কায় ৯০’র (৯১) ঘরে পৌঁছে যান।
যথারীতি আবারো নাসুমের শেষ বলে সিঙ্গেলস নিয়ে পরের ওভারেও স্ট্রাইক নিয়ে নেয়া। পেসার হাসান মাহমুদের করা ৪১ নম্বর ওভারে দুটি ডাবলস আর এক সিঙ্গেলসে ৯৭’তে দাঁড়িয়ে ৪২তম ওভার শুরু করেন কোহলি।
নাসুম আহমেদের করা ওই ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে শতক পূর্ণ (১০৩ নট আউট) করলেন। সে সঙ্গে জয়ের বন্দরেও পৌঁছে যায় ভারত।
কালের আলো/এসএম