পাকিস্তানি বোলারদের তুলোধুনো করছেন অসি দুই ওপেনার
প্রকাশিতঃ 4:00 pm | October 20, 2023
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি পাকিস্তান। টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
তবে চেন্নাইয়ের এম চিনাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়ে যেন বিপদেই ডেকে এনেছে পাকিস্তান। পাকিস্তানি বোলারদের তুলোধুনো করছেন অসি দুই ওপেনার ডেভিড ওয়ার্নার আর মিচেল মার্শ।
১২.৩ ওভারে ৮ রানরেটে বিনা উইকেটে ১০০ পার করেছেন তারা। ওয়ার্নার ৪২ বলে ৬০ আর মার্শ ৩৭ বলে ৪২ রানে অপরাজিত আছেন।
কালের আলো/এসএম