দল থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া

প্রকাশিতঃ 5:11 pm | October 20, 2023

স্পোর্টস ডেস্ক,কালের আলো:
ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের দল থেকে ছিটকে গেলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে নিজের করা বলে বাউন্ডারি ঠেকাতে গিয়ে পায়ের গোড়ালিতে চোট পান তিনি। যে কারণে বিশ্বকাপের একটি ম্যাচ মিস করছেন হার্দিক, এটি নিশ্চিত।
রোববার (২২ অক্টোবর) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। এই ম্যাচে হার্দিককে দলে পাবেন না রোহিত শর্মা।
হার্দিকের চোটের বিষয়ে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) বলেছে, ‘তিনি (হার্দিক) ২০ অক্টোবর দলের সাথে ধর্মশালায় যা্বে না। লখনউতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে সরাসরি ভারতীয় দলে যোগ দেবেন। তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে এবং তিনি বিসিসিআই মেডিকেল টিমের সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকবেন।’
নিউজিল্যান্ডকে মোকাবেলা করার পর আগামী ২৯ অক্টোবর ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। ওই ম্যাচে হার্দিকের দলে ফেরার সম্ভাবনা রয়েছে।
এর আগে পুনেতে বাংলাদেশের বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন হার্দিক। ইনিংসের নবম ওভারে ভারতীয় পেসারের বলে স্ট্রেইট ড্রাইভ খেলেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। এ সময় পা দিয়ে বলটি থামানোর চেষ্টা করেন হার্দিক। এতেই ঘটে বিপত্তি। গোড়ালি মচকে যায় তার। সাথে সাথে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। হার্দিকের ওভারের বাকি ৩টি বল করেন বিরাট কোহলি।
প্রাথমিক পরীক্ষার অংশ হিসেবে হার্দিকের পায়ে স্ক্যান করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে পাঠানো হবে।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর রোহিত শর্মা বলেছিলেন, ‘সে কিছুটা ব্যথা পেয়েছে। কোনও বড় ক্ষতি নেই। এটা আমাদের জন্য ভালো। কিন্তু সত্যি বলতে এরকম একটা ইনজুরি নিয়ে আপনাকে প্রতিদিন মূল্যায়ন করা হবে। তাই আমরা আশা করি আগামীকাল (শুক্রবার) সকালে সে ভালো হয়ে উঠবে। তারপরে আমরা পর্যবেক্ষণ করব। দল হিসেবে আমাদের যা করতে হবে, তাই করব।’
হার্দিকের পরিবর্তে দলে জায়গা পেতে পারেন সূর্যকুমার যাদব। এছাড়া আগামী ম্যাচে শার্দুল ঠাকুরের বদলি হিসেবে একাদশে ফিরতে পারেন মোহাম্মদ শামি।
ভারত এখন পর্যন্ত বিশ্বকাপে চারটি ম্যাচ খেলেছে। সবগুলোতেই জিতেছে রোহিত শর্মার দল। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত থাকলেও পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। নেট রান এগিয়ে থেকে টেবিলের শীর্ষে রয়েছে আরেক অপরাজিত দল নিউজিল্যান্ড।
কালের আলো/এসএম