পাকিস্তানের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুললেন শোয়েব-রমিজ
প্রকাশিতঃ 12:48 pm | October 21, 2023
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় পরাজয়ের পর বেশ চাপে পড়েছে পাকিস্তান দল। প্রথম দুই ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করেছিল তারা।কিন্তু পরের দুই ম্যাচেই তাদের সহজেই হারিয়েছে ভারত ও অজিরা। দলের এমন পারফরম্যান্সে হতাশ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। এমনকি বাবর আজমদের সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
ভারতের সঙ্গে ৭ উইকেটের হারের পর গতকাল অস্ট্রেলিয়ার কাছে ৬২ রানে হেরেছে পাকিস্তান। আগে ব্যাট করে ৯ উইকেটে ৩৬৭ রান করে অজিরা। জবাবে ৩০৫ রান তুলতেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। দলের এমন হারের পর সাবেক গতিতারকা শোয়েব আখতার প্রশ্ন তুলেছেন পাকিস্তান দলের সেমিফাইনাল খেলার যোগ্যতা নিয়ে। দলের সব বিভাগে ব্যর্থতা, এমনকি টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘পাকিস্তানের পারফরম্যান্স হতাশাজনক। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত কেন নিতে হলো? আগে ব্যাট করে ৩২০-৩৩০ রান করে বোলারদের লড়াই করার সুযোগ দিতে পারতেন। হয়তো তারা প্রতিপক্ষকে আউট করেও দিতে পারতো। কিন্তু সেটি হয়নি। ‘
পাকিস্তানের বোলারদের নিয়ে শুরুতে রীতিমতো ছেলেখেলা করেছেন দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। শেষদিকে টপাটপ কিছু উইকেট তুলে নিলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বোলারদের পারফরম্যান্স নিয়ে শোয়েব বলেন, ‘শেষ ১৫ ওভারে খুব ভালো করেছে পাকিস্তানি বোলাররা। এর পেছনে কারণ হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট। শেষ ২০ ওভারে এ কারণেই অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটিংয়ের বিপক্ষে দারুণভাবে ফিরে এলো পাকিস্তানি বোলাররা। তবে ইফতিখারকে প্রথম বদলি হিসেবে আনা এবং উসামা মিরের ক্যাচ ছাড়ার মতো ব্যাপারগুলো আমি বুঝতে পারছি না। ‘
পাকিস্তানি অধিনায়ক বাবর আজমকে নিয়ে শুরুতে বেশ হাইপ দেখা গেলেও ক্রমেই যেন নিজের ছায়ায় ঢাকা পড়ছেন তিনি। তার সমালোচনা করে শোয়েব বলেন, ‘বাবর অবশ্যই দারুণ খেলোয়াড়। কিন্তু তার মতো খেলোয়াড়কে বড় দলের বিপক্ষে পারফর্ম করতে হবে। বড় ম্যাচে রান করেন করে দেখাতে হবে যে আপনি বড় খেলোয়াড়। ‘
এরপরই পাকিস্তান দলের সেমিফাইনালে খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে শোয়েব বলেন, ‘পাকিস্তানের সুযোগ কম। সামনে ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলা। আপনারা কি বিশ্বাস করেন, পাকিস্তান দল সেমিফাইনালে খেলার যোগ্য? আমি আপনাদের এই প্রশ্ন করছি। দর্শক আপনারাই বলুন। সবকিছু মিলিয়ে আমি খুবই হতাশ। তবে দলের জন্য আমার শুভকামনা থাকবে। আমি চাই তারা শক্তিশালী হয়ে ফিরে আসুক। ‘
আগামী ২৩ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে চেন্নাইয়ে খেলবে ভারত। এই ম্যাচ নিয়েও পাকিস্তান দলকে সতর্কবার্তা দিয়েছেন শোয়েব। তিনি বলেন, ‘আফগানিস্তান শক্তিশালী দল। তাদের কাছে হেরে লজ্জা পাওয়ার হাত থেকে বাঁচতে হবে। তারা বাজে দল এমনটা বলবো না। তারা প্রায় পাকিস্তানের মানের দল। যেহেতু চেন্নাইয়ে খেলা, উইকেটে স্পিন ধরবে এবং বল টার্ন করবে। যা আফগানিস্তানের জন্য সহায়ক কন্ডিশন। তবে শেষ পর্যন্ত হেরে গেলে বেশ বিব্রতকর ব্যাপার হবে। ‘
একই কারণে আফগানদের বিপক্ষে পাকিস্তানের জেতার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক রমিজ রাজাও। তার মতে, পরের ম্যাচে পাকিস্তান নয়, আফগানিস্তানই ফেভারিট হিসেবে খেলবে। তিনি বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে যেকোনো কিছুই হতে পারে। স্পিনার বিপক্ষে পাকিস্তানি ব্যাটারদের পারফরম্যান্সও হতাশাজনক। স্পিনিং উইকেটে খেলা হলে আফগানিস্তানই ফেভারিট।
কালের আলো/এসএমআর