নাশকতার মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রধান বিচারপতিকে অনুরোধ অ্যাটর্নি জেনারেলের

প্রকাশিতঃ 5:54 pm | October 22, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

নাশকতার মামলাসহ পুরোনো সব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে অনুরোধ করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

রোববার (২২ অক্টোবর) নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, অগ্নিসন্ত্রাসের ঘটনায় নাশকতার মামলাসহ পুরোনো সব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ করেছি। প্রধান বিচারপতিকে সংবর্ধনার দিনে সিভিল, ক্রিমিনাল ও রিট সংক্রান্ত যত পুরোনো মামলা আছে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে অনুরোধ করেছি।

তিনি বলেন, কয়েক দিন আগে প্রধান বিচারপতি আমাদের নিয়ে বসেছিলেন, সেদিনও পুরোনো মামলা নিষ্পত্তির কথা বলেছি। গতকাল প্রধানমন্ত্রী নাশকতার মামলার দ্রুত নিষ্পত্তির কথা বলেছেন। আমি আবারও প্রধান বিচারপতিকে অনুরোধ করবো সব পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তি করতে।

কালের আলো/এসবি/এমএম