ক্রিকেট থেকে অবসরের প্রশ্নে যা বললেন তামিম
প্রকাশিতঃ 4:55 pm | October 23, 2023
ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:
সপ্তাহখানেক আগেই মাঠে গড়িয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। বর্তমানে চলছে দ্বিতীয় রাউন্ডের খেলা। তবে এই ঘরোয়া লিগে এখনো দেখা যায়নি তামিম ইকবালকে। এমনকি এনসিএলের এবারের আসরের খেলোয়াড়দের যে তালিকা প্রকাশ করেছে বিসিবি, সেখানেও নাম নেই তামিমের। সবমিলিয়ে দুইয়ে দুইয়ে অনেকে চার মিলিয়ে ধরেই নিয়েছেন যে, ক্রিকেটে আর ফিরছেন না তামিম।
তবে এই বিষয় নিয়ে এবার মুখ খুললেন তামিম নিজেই। দেশের এক জাতীয় দৈনিকের সাথে দুবাই থেকে কথা বলেছেন তামিম। সব ঠিকঠাক থাকলে ২৮ অক্টোবর দেশে ফেরার কথা তার। অবসরের প্রশ্নে শুরুতে বিস্ময় প্রকাশ করে তামিম বলেন, ‘অবসর? কে বলল? আরে ভাই, আমি নিজেই তো জানি না অবসরের ব্যাপারটা। কোথায় শুনেছেন, বলেন তো’।
জাতীয় লিগে নিজের না খেলা নিয়ে তামিম বলেন, ‘আমি বিশ্বকাপ দলে নেই কেন? ফিটনেস ইস্যুতে না? তাহলে আমাকে জাতীয় লিগে খেলাবে কেন?’ আবার বাংলাদেশের জার্সিতে আর্ন্তজাতিক ম্যাচে ফিরবেন তামিম, তেমনটাই কী ভাবছেন? এই প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘আমি কোথাও অবসর নিয়ে বলিনি। আর সত্যি বলতে এই মূহূর্তে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কিছুই ভাবছি না। খেলব কী খেলব না, সেটা নিয়ে পরে ভাবা যাবে। এখন পরিবার নিয়ে সময় কাটাচ্ছি, ভাল আছি।’
বিশ্বকাপে বাংলাদেশ দলের খবরাখবর রাখছেন কিনা, এমন প্রশ্নে তামিমের উত্তর, ‘টিভিতে খেলা দেখা হয় না। টাইমিং মেলে না। তবে স্কোরকার্ড দেখি।’
বিশ্বকাপে বাংলাদেশ দলের সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে তামিম বলেন, ‘আগেও বলেছি, এখনো বলছি, ক্রিকেট থেকে আপাতত দূরে আছি। আর দূর থেকে আমার পক্ষে কিছু বলা শোভনীয় নয়। প্লিজ, এমন প্রশ্ন আর করবেন না। তবে বাংলাদেশ দলের জন্য সবসময়ই শুভকামনা।’
কালের আলো/এমএএইচইউ