সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক
প্রকাশিতঃ 2:12 pm | October 25, 2023
কালের আলো ডেস্ক:
সাবেক যোগাযোগ মন্ত্রী ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
বুধবার (২৫ অক্টোবর) এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী সৈয়দ আবুল হোসেন বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কালের আলো/ডিএস/এমএম