টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠালো নিউজিল্যান্ড
প্রকাশিতঃ 11:12 am | October 28, 2023
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বিশ্বকাপে অন্যতম হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। ওশেনিয়া মহাদেশের শক্তিশালি দুটি ক্রিকেট খেলুড়ে দেশ মুখোমুখি হচ্ছে আজ ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।
হাইভোল্টেজ ম্যাচটিতে টস জিতলেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। টস জিতেই অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছেন ট্রাভিস হেড। ইনজুরির কারণে মিস করেছেন বিশ্বকাপের বেশকিছু ম্যাচ। এই ম্যাচে তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন ক্যামেরন গ্রিন। আর নিউজিল্যান্ড একাদশে মার্ক চ্যাপম্যানের বদলে জায়গা করে নিয়েছেন জিমি নিশাম।
কালের আলো/এমএএইচইউ