রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল

প্রকাশিতঃ 3:26 pm | October 28, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। নয়াপল্টনে সমাবেশে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের পর এ হরতালের সিদ্ধান্ত হয়েছে।

বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ হরতালের তথ্য জানানো হয়েছে।

এছাড়া বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও হরতালের সিদ্ধান্তের তথ্য জানিয়েছেন।

তবে বিএনপির কেন্দ্রীয় কোনো নেতার সাথে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি।

কালের আলো/এমএইচ/এসবি