গৌরব-গর্বে মাথা উঁচু সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান, দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার বার্তা সিজিএস’র
প্রকাশিতঃ 9:02 pm | October 29, 2023

বিশেষ সংবাদদাতা, কালের আলো:
দেশের অন্যতম স্বনামধন্য ও সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় প্রথমেই উচ্চারিত হয় দেশপ্রেমী বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নাম। যারা শৃঙ্খলা আর নিয়মানুবর্তিতায় বারবার পৌঁছেছে সাফল্যের মূল সোপানে। গৌরব ও গর্ব নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এসব শিক্ষাঙ্গন থেকে মেধার গরিমায় বিজয় বৈজয়ন্তী উড়িয়ে চলেছেন অদম্য মেধাবীরা। নিয়ম নিষ্ঠা আর অধ্যবসায়কে গুরুত্ব দিয়ে প্রতিনিয়ত আলোকিত মেধাবী উপহার দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত দেশের ৪২টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং ২০টি ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ।
দীপ্তিময় এসব শিক্ষা প্রতিষ্ঠানসমূহ দেশের শিক্ষা ব্যবস্থায় অনুকরণীয় এক মাত্রা যোগ করেছে বলে মনে করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। রবিবার (২৯ অক্টোবর) ঢাকা সেনানিবাসে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজর কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভায় জ্ঞানের অসীম দিগন্ত পাড়ি দেওয়ার লালিত স্বপ্নে বিভোর এসব প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষদের নিজেদের প্রতিটি শিক্ষার্থীকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নির্দেশনা প্রদান করেন তিনি।
সভায় প্রধান অতিথি সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নিরাপদ, সুশৃঙ্খল ও সুপরিকল্পিত পরিবেশে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা হয়। ফলশ্রুতিতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সর্বক্ষেত্রে আধুনিক ও যুগোপযুগী মডেল হিসেবে স্বীকৃত হয়েছে যা অত্যন্ত গর্বের বিষয়।’
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সভায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিচালনার নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপস্থাপিত বিষয়সমূহ বিস্তারিত আলোচনাপূর্বক সিদ্ধান্ত গৃহীত হয়। পরে প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান চলতি বছরের জাতীয় শিক্ষা সপ্তাহে বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানদের সম্মাননা স্মারক প্রদান করেন। গুরুত্বপূর্ণ এ সভায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন বাংলাদেশ সেনাবাহিনীর শিক্ষা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.রেজাউল ইসলাম। এ সময় আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আল ফারুক সিদ্দিকীসহ সামরিক ও অসামরিক কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর অন্যান্য অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএএএমকে