ফেসবুকে সেনা প্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট
প্রকাশিতঃ 6:17 pm | January 09, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে মনগড়া তথ্য আপলোড করছে একটি চক্র।
এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তাঁরা জানিয়েছে, বর্তমানে সেনাবাহিনী প্রধান কোন ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার বা পরিচালনা করছেন না।
বুধবার (০৯ জানুয়ারি) বিকেলে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
আবারো অপপ্রচারের ‘টার্গেট’ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ!
প্রেস বিজ্ঞপ্তিতে তাঁরা উল্লেখ করেন, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি এখন কোন ফেইসবুক অ্যাকাউন্ট ব্যবহার/পরিচালনা করছেন না।
কিছু ব্যক্তি/গোষ্ঠী অসৎ উদ্দেশ্যে সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ এর নাম ও ছবি ব্যবহার করে ‘ফেইসবুক অ্যাকাউন্ট’ খুলে ‘বিভিন্ন তথ্য’ আপলোড করছে এবং “ফ্রেন্ড রিকোয়েস্ট” পাঠাচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা (fake)। এ ব্যাপারে সকলকে সতর্ক হতে অনুরোধ করা হলো।’
কালের আলো/এএ