বিএনপি হলো পাকিস্তান-ইসরায়েলের প্রেতাত্মা: এসএম কামাল
প্রকাশিতঃ 3:48 pm | October 31, 2023
খুলনা প্রতিবেদক, কালের আলো:
বিএনপিকে পাকিস্তান ও ইসরায়েলের প্রেতাত্মা বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে খুলনা জেলা আইনজীবী সমিতির সামনে সদস্যদের এ মানববন্ধনের তিনি এ আখ্যা দেন।
কামাল হোসেন বলেন, বিএনপি পাকিস্তান-ইসরায়েলের প্রেতাত্মা। বিএনপি জঙ্গি-সন্ত্রাসী-খুনিদের সংগঠন। এই প্রথম প্রধান বিচারপতির বাসভবনে হামলা করল, হাসপাতালে হামলা করল, পুলিশকে পিটিয়ে মারল। বিএনপি যে পাকিস্তানের প্রেতাত্মা এটা রাজারবাগ হাসপাতালে হামলা করে প্রমাণ করেছে। বিএনপি যে ইসরায়েলের প্রতিনিধিত্ব করে. হাসপাতালে হামলা করে তা-ই প্রমাণ করলো।
রাজধানীতে প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে মানববন্ধনটি আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে যোগ দেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা।
কালের আলো/এমএইচ/এসবি