অবরোধে সাড়া না মিললেও বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা

প্রকাশিতঃ 10:01 pm | October 31, 2023

কালের আলো রিপোর্ট:

একদিনের হরতালের পর বিরতি দিয়ে টানা ৩ দিনের লাগাতার অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি-জামায়াত। মূলত রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচির মাধ্যমে ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে দল দুটি। তবে মঙ্গলবার (৩১ অক্টোবর) অবরোধের প্রথম দিন সাড়া পায়নি তাঁরা। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় যান চলাচল প্রায় স্বাভাবিক ছিল। তবে গণপরিবহন চলাচল সীমিত। রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ টার্মিনাল থেকে খুব একটা দুরপাল্লার বাস ছেড়ে যায়নি। নগরীতে সকাল থেকে অফিসগামী যাত্রীদের বাস পেতে দেরি হলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে রাজধানী বাড়তে থাকে গণপরিবহন। যার ফলে বিকেলে অফিস ফেরত যাত্রীদের তেমন ভোগান্তি পোহাতে হয়নি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, অবরোধের প্রথম দিনে শিডিউল মেনেই কমলাপুর থেকে ঢাকা ছেড়েছে সব ট্রেন। এ ছাড়া দেশের বিভিন্ন স্টেশন থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেনগুলোও যথাসময়ে ঢাকায় এসে পৌঁছেছে।

রাজধানীর গ্রিন রোড, তেজগাঁও, বিজয় সরনী, ফার্মগেট, নাবিস্কো, পান্থপথ, কলাবাগান, কারওয়ান বাজার, খিলক্ষেত, মিরপুর, শেওড়াপাড়া, খেজুরবাগান এলাকায় রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা বেশি দেখা গেছে। বাস চলাচলও ছিল বেশ। ব্যক্তিগত গাড়ি কিছুটা কম চলতে দেখা গেছে। তবে অবরোধকে ঘিরে জনমনে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিচ্ছিন্ন সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন দেওয়া এবং পুলিশ-নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও গ্রেফতারের ঘটনা ঘটে।

এদিন, সারা দেশে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বারো ঘণ্টায় ৭টি আগুনের ঘটনা ঘটিয়েছে বিএনপি-জামায়াত। ঢাকা সিটিতে একটি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, গাজীপুর) চারটি, চট্টগ্রাম বিভাগে একটি, রাজশাহী বিভাগ (বগুড়া) একটি ঘটনা ঘটে। এ ঘটনায় তিনটি বাস, একটি পার্সেল কাভার্ড ভ্যান, একটি পিকআপ, দুটি শোরুম, একটি পুলিশ বক্স পুড়ে যায়। এদিন সকালেই রাজধানীর মাতুয়াইলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আহত হন পুলিশের তিন সদস্য। এ ঘটনায় এখন পর্যন্ত বিএনপির ৩২ নেতাকর্মীকে আটক করে পুলিশ। রাজধানীর বিএনপি কার্যালয়ে কথিত বাইডেনের উপদেষ্টা পরিচয়ে সংবাদ সম্মেলনে পেছন থেকে সহায়তা করার অভিযোগে মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে সাভার এলাকা থেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল হাসান সারওয়ার্দীকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। রাত সাড়ে ৮টার দিকে শহীদবাগ মসজিদের গলির বাসা থেকে গ্রেফতার করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শীর্ষ নেতা মির্জা আব্বাস এবং যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে।

কিশোরগঞ্জে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুজনের প্রাণ গেছে। দিনের প্রথমার্ধে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এ সময় দুটি বাস ভাঙচুর করেন অবরোধকারীরা।

অন্যদিকে, আইন-শৃঙ্খলার অবনতি ও সহিংসতা ঠেকাতে সোমবার (৩০ অক্টোবর) গভীর রাত থেকেই রাজধানীর বিভিন্ন প্রবেশপথসহ মোড়ে মোড়ে পুলিশ, র‍্যাব, বিজিবি মোতায়েন করা হয়। সাদা পোশাকেও কাজ করেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা ঠেকাতে কঠোর নিরাপত্তা নিয়ে চেকপোস্ট বসিয়ে অবস্থান করেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে টহল দিতে দেখা যায় বিজিবির বিশেষায়িত র‍্যাপিড অ্যাকশন টিমের (র‍্যাট) সদস্যদের। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়। এছাড়া পরশু রাত থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ও গুরুত্বপূর্ণ মহাসড়কে বিজিবি টহল দিতে শুরু করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়। এছাড়া জননিরাপত্তা নিশ্চিত করতে এবং রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার জন্য র‌্যাবের ১৫টি ব্যাটালিয়নের প্রায় ৩০০ পেট্রোল দল মোতায়েন করা হয়। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের স্পেশাল টিম ও স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়। এছাড়া নাশকতা ও সহিংসতা প্রতিরোধে র‍্যাব সার্বক্ষণিক দেশব্যাপী নিয়োজিত ছিল।

সারা দেশের সড়ক ও রেল পথের যোগাযোগ স্বাভাবিক রাখতে মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে সারা দেশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬৬ হাজার ৮১৭ সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সঙ্গে টহলের জন্য ২ হাজার ২৮০ জন ব্যাটালিয়ন আনসার মোতায়েন রয়েছে। তারা মোট ২৫০টি দলে বিভক্ত হয়ে ঝুঁকিপূর্ণ স্থানসমূহে দায়িত্ব পালন করছেন। সাধারণ আনসার ও ভিডিপি সদস্যরা রেল স্টেশন, বাস স্ট্যান্ড ও লঞ্চঘাটসহ সড়ক ও রেল পথে চলাচল নির্বিঘ্ন রাখতে দায়িত্ব পালন করছেন। সারাদেশে ১ হাজার ৪৭৬টি পয়েন্টে মোট ১০ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি ৫ হাজার ২৯৬টি প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত ৫৪ হাজার ৫৩৭ জন অঙ্গীভূত আনসারদের ছিল বিশেষ তৎপরতা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, ঢাকার সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো। অবরোধে মানুষ সাড়া দিয়েছে বলে মনে হয় না। সাধারণ মানুষ রাস্তায় বের হয়ে আসছে। যানবাহন ও ট্রেন চলছে এবং সবকিছুই স্বাভাবিক চলছে। অবরোধের প্রভাব জনজীবনে এখনো পর্যন্ত পড়েনি। ঢাকায় মিরপুরে পাঁচজন জামায়াত কর্মীসহ ১৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতাকারীদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি।

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অবরোধের প্রথম দিনে ঢাকা মহানগর ও জেলা থেকে গ্রেফতার বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ সন্দেহভাজন ১৮৩ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে ঢাকা মহানগর এলাকার ৫০টি থানা এলাকা থেকে ১৬৯ জন ও ঢাকা জেলার ছয়টি থানা এলাকা থেকে ১৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। কারাগারে যাওয়া ব্যক্তিদের মধ্যে মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী ছাড়াও সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন। আদালতে বিভিন্ন থানার জিআর শাখার সংশ্লিষ্ট সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অবরোধে সতর্ক অবস্থানে আ.লীগ
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে রাজপথে সতর্ক অবস্থানে ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায়। অনেক স্থানে মিছিল করতেও দেখা গেছে। এদিন সকাল ১০টার দিকে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতাকর্মীরা। দিনভর সেখানে অবস্থান করেন। সেখান ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন মহিউদ্দিন আহমেদ মহি, সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার কবি, দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ। রাজপথে সক্রিয় অবস্থান গ্রহণ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগও। মিরপুর-১, দারুসসালাম, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় তারা অবস্থান নেন। ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচিসহ নগর নেতারা নেতাকর্মীদের অবস্থানে নেতৃত্ব দেন।

কালের আলো/বিএসবি/এমএন