আগুন আর ভাঙচুরে অবরোধ, বাস ভাড়া বাড়লেও স্বস্তি ট্রেনে
প্রকাশিতঃ 7:31 pm | November 01, 2023

কালের আলো রিপোর্ট :
বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে সড়কে যানবাহন বেড়েছে। প্রথম দিন মঙ্গলবার (৩১ অক্টোবর) চেয়ে বুধবার (১ নভেম্বর) বেশি সংখ্যক গাড়ি চলছে। ব্যক্তিগত পরিবহনের আধিক্য থাকলেও গণপরিবহন খুবই কম দেখা গেছে। এছাড়া রাজধানী থেকে দূরপাল্লার বাসও ছেড়ে যেতে দেখা গেছে। তবে বাস, সিএনজির ভাড়া বাড়িয়ে দেওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। এক্ষেত্রে স্বস্তি মিলছে ট্রেন ভ্রমণে। গাজীপুর থেকে যারা ঢাকায় চাকরিসূত্রে নিয়মিত যাতায়াত করেন তাদের খরচ এবং সময় দুটিই কমিয়েছে ট্রেন।
বুধবার (১ নভেম্বর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর ফার্মগেট, মহাখালী, মগবাজার, কাকরাইল, শাহবাগ, বিজয়নগর ও কাকরাইল এলাকা ঘুরে দেখা গেছে, অবরোধের কারণে গত মঙ্গলবার সড়ক প্রায় ফাঁকা থাকলেও গতকালের চিত্র ছিল ভিন্ন। প্রতিটি সড়কে ছিল অনেক গাড়ি। ব্যাক্তিগত গাড়ি, পিকআপ, কাভার্ডভ্যান, সিএনজি, মোটরসাইকেল ও রিকশাই বেশি দেখা গেছে। বিটিআরসি ও বেসরকারি বাসও রাস্তায় নেমেছে, তবে তুলনামূলকভাবে অন্য পরিবহনের চেয়ে তা নগণ্য। ঢাকা থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে। রাজধানীর মহাখালী থেকে এনা পরিবহনের বাস ছাড়লেও ময়মনসিংহ, টাঙ্গাইল ও কিশোরগঞ্জের পথে অন্য পরিবহনের বাস যেতে দেখা যায়নি।
মহাখালীর এনা কাউন্টারে কথা হলে কাউন্টার মাস্টার নাহিদুর রহমান বলেন, ‘সকাল থেকে ২০টি বাস ছেড়ে গেছে। মহাখালী থেকে বিভিন্ন সড়কে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে।’ তবে এনা পরিবহনের একজন চালক সিরাজ বলেন, ‘স্বাভাবিক দিন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অন্তত ৪০টি বাস ছেড়ে যেত। অথচ এখন পর্যন্ত ৫টি গাড়ি গেছে। দুই ঘণ্টাতেও বাস ভরছে না। যাত্রী নেই।’
এনা পরিবহনের যাত্রী হিমেল বলেন, ‘জরুরি কাজে বাড়ি যেতে হবে। কাউন্টারে এসে এক ঘণ্টার মতো অপেক্ষা করতে হয়েছে। এখন বাস ছেড়ে যাচ্ছে।’
গাজীপুর থেকে ঢাকাগামী ভিআইপি পরিবহণ গতকাল একটি বাসও নামায়নি রাস্তায়। গতকাল তাদের দশটি বাস চলছে বলে জানান বাসটির একজন ড্রাইভার। তিনি বলেন, ‘আজকে মালিক বলছে বাস নিয়ে নামতে। তাই নামছি। কালকে (গতকাল) রিকোয়েস্ট করেও নামতে পারি নাই। মালিক বাস দেয় নাই। আজকে দিয়েছে। কিন্তু জমা (মালিককে প্রদেয়) বাদিয়ে দিয়েছে ৭০০ টাকা।’
অবরোধে স্বস্তির নাম হয়ে ওঠেছে রেল যোগাযোগ। মাত্র ৫০ কিংবা ২০ টাকা টিকিট কেটে বিমানবন্দর, তেজগাঁও এবং কমলাপুর স্টেশনে যাওয়া যাচ্ছে কোনো সমস্যা ছাড়াই। বাসে যেখানে সময় লাগে দেড় থেকে দুই ঘণ্টা, ট্রেনে সেখানে জয়দেবপুর থেকে বিমানবন্দর ২৫ মিনিট এবং কমলাপুরে ১ ঘণ্টার মধ্যেই পৌঁছে যাওয়া যাচ্ছে। এরপর যে যার গন্তব্যে চলে যাচ্ছেন স্টেশন থেকে।
গাজীপুর থেকে ঢাকার বনানী নিয়মিত যাতায়াত করা বেসরকারি কর্মচারী আজিজুল হক বলেন, ‘আমি প্রতিদিন সকাল ৭টায় বের হই বাসা থেকে। এ দুই দিনসহ হরতালের দিনে বিপদে পড়তে হয়েছে বাস না পাওয়ায়। হরতাল ও গতকাল বাজেটের অতিরিক্ত টাকা খরচ হয়েছে যাতায়াতে। আজ এক বন্ধু পরামর্শ দিল ট্রেনে যেতে। বিমানবন্দরে নেমে বনানী যেতে বেশি সময় লাগবে না। আর গাজীপুরের তুলনায় ঢাকায় বাসও বেশি।’
পঞ্চগড় থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাচ্ছেন কাজী নাবিলা রহমান। তিনি বলেন, ‘আগের দিন খুব কষ্ট হয়েছে। সকাল ১০টার অফিসে উপস্থিত হতে হয়েছে ১২টায়। বাসে জায়গা ছিল না একদমই। অনেক সময় পরে একটা বাসে উঠতে পেরেছি। এক ভাই সিট ছেড়ে দেওয়ায় বসেই গিয়েছি মহাখালী। কিন্তু এত ভিড় ছিল যে ঘাড়ের উপরে মনে হয় ৭-৮ জন দাঁড়িয়ে ছিল। গতকাল আমার হাজব্যান্ড বলল ট্রেনে যেতে। তেজগাঁও নেমে যাব। মাত্র ৫০ টাকা টিকিটের দাম নিয়েছে জয়দেবপুর থেকে। এমনিতে বাসে অন্য সময়ে ৮০ টাকা ভাড়া লাগে। গতকাল দিয়েছি ১২০ টাকা। আজ আরও বেশি চাচ্ছে শুনলাম কলিগদের কাছ থেকে। ট্রেনে ভিড় থাকলেও অনেক বড় স্পেস হওয়ায় তেমন সমস্যা হচ্ছে না।’
এ বিষয়ে জয়দেবপুরের স্টেশন মাস্টার আবু হানিফ বলেন, ‘জয়দেবপুর থেকে ঢাকায় যাওয়ার জন্য ট্রেনের চাহিদা অনেক বেশি। তা আরও বাড়িয়েছে চলমান রাজনৈতিক কর্মসূচি। রাস্তায় কোনোর ধরনের ঝামেলা তৈরি হলেই ট্রেনে যাত্রী বেড়ে যায়। গত দু’দিন ট্রেনে অতিরিক্ত যাত্রী হচ্ছে বলে জানিয়েছে টিকিট কাউন্টার থেকে। আমরাও যথাসাধ্য চেষ্টা করছি ভালো সার্ভিস দেওয়ার। জয়দেবপুর থেকে কমলাপুর পর্যন্ত দুপুর একটা পর্যন্ত প্রায় ১০টি ট্রেন চলাচল করে৷ যাদের রাস্তায় গাড়ি পেতে সমস্যা হচ্ছে তারা ট্রেনে যাতায়াত করতে পারেন স্বাচ্ছন্দ্যে।’
আগুন আর ভাঙচুরে অবরোধের দ্বিতীয় দিন
বিএনপি ও জামায়াতের ডাকা তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুর কাফরুল থানার গেটের সামনে একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ডিএমপির কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুকুল আলম। এছাড়া মুগদা এলাকায় একটি বাসে আগুন দেয়া হয়। এ সময় একজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও মতিঝিল এলাকায় বাসে আগুন দেয়ার চেষ্টা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে পুলিশ।
আমাদের নারায়ণগঞ্জ প্রতিবেদক জানান, নারায়ণগঞ্জের কয়েকটি স্থানে যানবাহনে ভাঙচুর, সড়ক-মহাসড়কে আগুন দেয় অবরোধ সমর্থকরা৷ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, ‘বিচ্ছিন্নভাবে কয়েকটি স্থানে যানবাহনে ভাঙচুর ও টায়ার পুড়িয়ে সড়কে প্রতিবন্ধকতার চেষ্টা হয়েছে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী দ্রুতই সেসব স্থানে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে৷’
সাভার প্রতিবেদক জানান, বুধবার সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুরে মধুমতী মডেল টাউনের সামনে পার্ক করা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে গাড়ির যন্ত্রাংশসহ ভেতরের সবকিছু পুড়ে গেছে। বাসটি ঢাকা থেকে গাইবান্ধায় চলাচল করতো।
চট্টগ্রাম প্রতিবেদক জানান, চট্টগ্রামের কর্ণফুলীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। উপজেলার বেল্লাপাড়া ব্রীজ এলাকায় বুধবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কর্ণফুলী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বগুড়া প্রতিবেদক জানান, বগুড়ায় পিকেটাররা পণ্যবাহী ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরে দিয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ছাড়া সকালে মহাসড়কের তিনমাথা এলাকায় একটি কাভার্ডভ্যান ভাঙচুর করা হয় এবং ৪-৫টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ এলাকায় পুলিশ কমপক্ষে ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পিকেটারদের ছত্রভঙ্গ করেছে।
সারওয়ার্দী ৮ দিনের ও মির্জা আব্বাস ৫ দিনের রিমান্ডে
প্রেসিডেন্ট বাইডেনের ‘ভুয়া উপদেষ্টা’ কাণ্ডে গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দীকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। পুলিশের করা ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম শফি উদ্দিন বুধবার সারওয়ার্দীকে হেফাজতে নেওয়ার অনুমতি দেন। মঙ্গলবার গ্রেপ্তার সারওয়ার্দীকে এদিন রিমান্ড শুনানির জন্য আদালতে হাজির করা হয়। অন্যদিকে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে সারওয়ার্দীকে আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
রাজধানীর শাহজাহানপুর থানায় নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (১ নভেম্বর) বিকাল ৩টার দিকে আদালতে তোলা হলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এই আদেশ দেন। মামলার সুষ্ঠু তদন্তের জন্য মির্জা আব্বাসকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তবে মির্জা আব্বাসের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কালের আলো/ডিএসবি/এমএইচএ