কোহলি-আয়ারের হাফ সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে ভারত

প্রকাশিতঃ 5:13 pm | November 05, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

কলকাতার ইডেন গার্ডেন উত্তাল। দীর্ঘদিন পর যেন সিটি অব জয় কেঁপে উঠলো ক্রিকেট উন্মাদনায়। এই শহরে বিশ্বকাপ এসেছে আরও আগে। তবে, বিশ্বকাপের প্রকৃত আনন্দ এসেছে যেন ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের হাত ধরেই।

ক্রিকেটের বাগান তথা ইডেন গার্ডেন্সে মুখোমুখি এবারের বিশ্বকাপের সেরা দুটি দল। স্টেডিয়ামের গ্যালারিও কানায় কানায় পূর্ণ। স্বাভাবিকভাবেই সবাই স্বাগতিক ভারতের সমর্থক সবাই। তাদেরকে উন্মাতাল করে দেয়ার মত ব্যাটিংও করে যাচ্ছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার এবং শুভমান গিলরা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখি ভারতীয় ব্যাটাররা। প্রথম ৫ ওভারেই ৬০-এর বেশি রান তুলেছেন দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল।

৬২ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙলেও ২৪ বলে ৪০ রান করে যে ঝোড়ো সূচনা এনে দিয়েছেন রোহিত শর্মা, তার ব্যাটন এখন বিরাট কোহলি এবং স্রেয়াশ আয়ারের হাতে। এ দু’জনের ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রান পাহাড়ে চড়তে যাচ্ছে ভারত।

রোহিত শর্মার পর, দলীয় ৯৩ রানের মাথায় ২৪ বলে ২৩ রান করে আউট হয়ে যান শুভমান গিল। এরপর জুটি বেধে ভারতকে বড় স্কোরের দিকে নিয়ে যাচ্ছেন বিরাট কোহলি এবং স্রেয়াশ আয়ার। এরই মধ্যে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন দু’জন।

এ রিপোর্ট লেখার সময় ৬৬ বলে ৫৫ রানে স্রেয়াশ আয়ার এবং বিরাট কোহলি ব্যাট করছিলেন ৭০ বলে ৫৪ রানে। ভারতের রান ৩০.৪ ওভার শেষে ১৮৭।

কালের আলো/এসএমআর