টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠালো বাংলাদেশ

প্রকাশিতঃ 2:16 pm | November 06, 2023

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:

বিশ্বকাপ থেকে বিদায় আগেই ঘটে গেছে। এখন বাংলাদেশের লক্ষ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করা। এবারের বিশ্বকাপে সেরা আট দলের মধ্যে থাকতে পারলেই আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে টাইগাররা।
সে যোগ্যতা অর্জনের শেষ সুযোগ আজ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে আজ বাংলাদেশ মুখোমুখি শ্রীলঙ্কার।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন শ্রীলঙ্কাকে।

কালের আলো/এসএমআর