এশিয়ান নারী চ্যাম্পিয়ন্স হকির শিরোপা ভারতের
প্রকাশিতঃ 2:23 pm | November 06, 2023
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
এশিয়ান নারী চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয় করেছে ভারত। রোববার ভারতের রাঁচিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা জাপানকে ৪-০ গোলে হারায়। ২০১৬ সালের পর ভারত আবার এ শিরোপার দেখা পেল।
ভারতের হয়ে গোল করেন সঙ্গীতা কুমারি, নেহা গোয়াল, লালরেমসিয়ামি ও ভান্দানা কাটারিয়া। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারত এশিয়ান শ্রেষ্ঠত্ব অর্জন করলো। শিরোপা সংখ্যায় তারা এখন জাপানের সমকক্ষতায় অর্জন করলো। উভয় দেশই দুইবার শিরোপা জয় করেছে। তিনবার চ্যাম্পিয়ন হয়ে সবার উপরে দক্ষিণ কোরিয়া। তবে ২০১৮ সালের পর তারা আর শিরোপার দেখা পায়নি। এবার চতুর্থ হয়ে তাদের সন্তুষ্ট থাকতে হয়েছে।
স্থান নির্ধারণী খেলায় চীন ২-১ গোল দক্ষিণ কোরিয়াকে হারিয়ে তৃতীয় হয়েছে।
কালের আলো/এসএমআর