ম্যাথিউসের আউট ক্রিকেট স্পিরিটের পরিপন্থি : আসালাঙ্কা
প্রকাশিতঃ 7:07 pm | November 06, 2023
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
‘বিকাম এ পার্ট অব এ হিস্ট্রি ম্যান’– অ্যাঞ্জেলো ম্যাথিউসের ‘টাইমড আউটে’র পর হাসতে হাসতে সঞ্জয় মাঞ্জরেকার এই মন্তব্য করেছেন। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে এমন আউট দেখা গেছে। এ নিয়ে প্রথম ইনিংস শেষে কথা বলেছেন শ্রীলঙ্কার হয়ে সেঞ্চুরি করা ব্যাটার চারিথ আসালাঙ্কা। তার মতে, ম্যাথিউসের আউট ক্রিকেট স্পিরিটের জন্য ভালো নয়।
চলমান বিশ্বকাপ আসর থেকে ইতোমধ্যে বিদায় নিশ্চিত করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তবুও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়ার লক্ষ্যে উভয় দলই বাকি দুই ম্যাচে জিততে চায়। যদিও এক ম্যাচ জিতলেই সেই সমীকরণ অনেকটা সহজ হয়ে আসবে। দিল্লিতে চলমান ম্যাচটিতে সেসব ছাপিয়ে আলোচনায় ম্যাথিউসের আউট হওয়ার ধরন।
এ নিয়ে ইনিংস শেষে লঙ্কান ব্যাটার আসালাঙ্কা বলেন, ‘আমার দৃষ্টিতে ম্যাথিউসের আউট ক্রিকেট স্পিরিটের বাইরে। ব্যক্তিগতভাবে সেঞ্চুরি পাওয়ার অনুভূতি অন্যরকম। এজন্য আমি খুব খুশি। ধনাঞ্জয়া (ডি সিলভা) ডানহাতি ব্যাটার, আর আমি বাঁ-হাতি। তাই তার সঙ্গে পার্টনারশিপ গড়তে ভালো লাগে। আমাদের লক্ষ্য ছিল তিনশ রান করা, তবে এখন যা হয়েছে তাও যথেষ্ট।’
আগে ব্যাট করতে নেমে এদিন বাংলাদেশের বিপক্ষে সব উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ২৭৯ রান। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ১০৮ রান করেছেন আসালাঙ্কা। ম্যাথিউসের আউট নিয়ে নাটকীয়তার পর ধনাঞ্জয়ার সঙ্গে তিনি ৭৮ রানের জুটি গড়েছিলেন। যার ওপর ভর করে লঙ্কানরা পেয়েছে চ্যালেঞ্জিং পুঁজি। এছাড়া সমান ৪১ রান করে এসেছে পাথুম নিশাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমার ব্যাটে। অন্যদিকে, বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেছেন তানজিম হাসান সাকিব।
ম্যাথিউসের বিরল আউটের ঘটনা ঘটে ইনিংসের ২৫তম ওভারে। কোনো বল খেলার আগেই তিনি টাইম আউট হয়ে গেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটিও প্রথম ঘটনা। যে হেলমেট নিয়ে খেলতে নেমেছিলেন ম্যাথিউস, সেটিতে নিরাপদ বোধ করছিলেন না তিনি। পরে নতুন আরেকটি হেলমেট নিয়ে আসা হয়। সেটিতেও খানিকটা সমস্যা ছিল। তাই আবারও হেলমেট পরিবর্তন করতে চান ম্যাথিউস। কিন্তু ততক্ষণে ৩ মিনিট পার হয়ে যায়। টাইম আউটের আবেদন করেন সাকিব। আর তাতে নিয়ম অনুযায়ী আউট দেন আম্পায়াররা।
ক্রিকেটের আইনে আছে, কোন ব্যাটার আউট হয়ে ফিরে যাওয়ার পর পরের ব্যাটারকে দুই মিনিটের মধ্যে পরের বল মোকাবিলার জন্য প্রস্তুত হতে হবে। ম্যাথিউস সময়মত মাঠে ঢুকলেও বল মোকাবেলার প্রস্তুতিতে নিয়ে নেন বাড়তি সময়। যার সুযোগ নিয়ে তাকে টাইম আউট করে ফেরায় বাংলাদেশ। এ নিয়ে দ্বিধা দূর করতে ম্যাচ চলাকালেই টাইম আউটের নিয়ম লিখা একটি কাগজ দেখানো হয়। যেখানে দেখা যায়, সামারাবিক্রমা ও ম্যাথিউসের ব্যাটে প্রস্তুত হতে ৫ মিনিটের মতো সময় লেগেছে।
কালের আলো/এসএমআর