আন্দোলনকারী শিক্ষকদের বেশির ভাগ কোচিং ব্যবসায় জড়িত: শিক্ষামন্ত্রী

প্রকাশিতঃ 4:44 pm | November 10, 2023

চাঁদপুর প্রতিবেদক, কালের আলো:

আন্দোলনকারী শিক্ষকদের বেশির ভাগ কোচিং ব্যবসায় জড়িত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, যারা নতুন কারিকুলাম নিয়ে তথাকথিত আন্দোলন করছেন, তাদের বেশির ভাগই কোচিং ব্যবসার সঙ্গে জড়িত। কেউ কেউ নোট-গাইড নিয়ে স্কুল পর্যায়ে কমিশনের মাধ্যমে বিক্রি করে। দুঃখজনক হলেও সত্যি এর সঙ্গে কিছু সংখ্যক শিক্ষক জড়িত।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

নতুন বছরে পাঠ্যবই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আমরা এখনও আশাবাদী নতুন বছরে সময় মত শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দিতে পারব।

তিনি আরও বলেন, আন্দোলন কারীরা যে দাবিগুলো করছেন, তা একবারেই যৌক্তিক নয়। সংস্কারের নামে তাদের মূল উদ্দেশ্য হলো কোচিং ব্যবসাকে বাঁচিয়ে রাখা।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ভুঁইয়াসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

কালের আলো/এমএইচ/এসবি