আওয়ামী লীগকে চীনা কমিউনিস্ট পার্টি, সংবিধানকে সমুন্নত রেখে সুন্দর নির্বাচনের প্রত্যাশা চীনের

প্রকাশিতঃ 12:27 am | November 15, 2023

কালের আলো ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সক্রিয়তা বাড়িয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। ভারত, চীন ও রাশিয়াও নিষ্ক্রিয় বসে নেই। এমতাবস্থায় বেইজিং সফর করে ক্ষমতাসীন আওয়ামী লীগের চার সদস্যের একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের সদস্যরা দাবি করেছেন, সাংবিধানিকভাবে বেশিরভাগ দলের অংশগ্রহণে বাংলাদেশে নির্বাচন চায় বলে জানিয়েছে চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দল।

জানা গেছে, শুক্রবার (১০ নভেম্বর) চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে সফররত আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট অব চীনা কমিউনিস্ট পার্টির (আইডিসিপিসি/সিপিসি) একটি প্রতিনিধি দল। এই বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, আর চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মন্ত্রী লিউ চিয়েন ছাউ।

আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরও আছেন দলটির আন্তর্জাতিক উপকমিটির সদস্য খালেদ মাসুদ আহমেদ, তরুণ কান্তি দাস ও সুমন কুণ্ডু। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-বিআরআই সম্মেলন উপলক্ষে এই প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্য তরুণ কান্তি দাস বলেন, আগামী সংসদ নির্বাচনের প্রশ্নে সবশেষে রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা সমস্যাসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে। আলোচনার একপর্যায়ে উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে বাংলাদেশে সংবিধানকে সমুন্নত রেখে একটি সুন্দর নির্বাচনের চীনা প্রত্যাশার কথা জানান দেশটির প্রতিনিধি দল। মন্ত্রী লিউ চিয়েন ছাউ বলেছেন, নির্বাচনে যাতে বেশিরভাগ রাজনৈতিক দলের অংশগ্রহণের সুযোগ থাকে, নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এরকম আশা করে বেইজিং।

চীন সফরকে ‘খুবই ফলপ্রসূ’ উল্লেখ করে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া মুহাম্মদ ফারুক খান বলেন, বাংলাদেশে হওয়া উন্নয়ন কর্মকাণ্ডের প্রায় সবগুলোই কানেকটিভিটির— রাস্তা, রেলওয়ে, বন্দরের মতো অবকাঠামো। তৃণমূলের বেশি মানুষ এই উন্নয়নের সুফল পাচ্ছে। আমরা বিআরআইয়ে আছি এবং ভবিষ্যতেও থাকবো আশা করি।

চীনের উপমন্ত্রী ছুন হাই ইয়েন এবং ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউ পো’র সঙ্গেও বৈঠক করেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। এ সময় মিয়ানমারের রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্য তরুণ কান্তি দাস।

তিনি জানান, চীনা উপমন্ত্রী ছুন হাই ইয়েন বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত, নিরাপদ, টেকসই এবং স্বেচ্ছা প্রত্যাবাসন নিশ্চিতে চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ধারাবাহিক আলোচনাকে অব্যাহতভাবে উৎসাহিত করে।

উল্লেখ্য, ৯-১১ নভেম্বর চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে সিপিসি’র উদ্যোগে ৩ দিনব্যাপী ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই) ‘সিপিসি ইন ডায়ালগ উইথ পলিটিক্যাল পার্টিজ অব সাউথইস্ট অ্যান্ড সাউথ এশিয়ান কান্ট্রিজ’ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে যোগ দিতে ৮ নভেম্বর চীন সফরে যান আওয়ামী লীগের চার সদস্যের প্রতিনিধি দল। সফর শেষে তারা মঙ্গলবার (১৪ নভেম্বর) ঢাকা ফিরেছেন।

এই সম্মেলনে ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, ফিলিপাইন এবং ভারতসহ এশিয়ার ১৮টি দেশ অংশ নেয়। সেমিনার ও বৈঠকে ৫১টি রাজনৈতিক দলে প্রতিনিধি দলসক ২০০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন বলে জানা যায়।

কালের আলো/এমএএইচইউ