এক ম্যাচে শচিনের তিন রেকর্ড ভাঙলেন কোহলি

প্রকাশিতঃ 6:36 pm | November 15, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

এক ম্যাচে স্বদেশি কিংবদন্তি শচিন টেন্ডুলকারের তিন রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসের ৮০ রান পূর্ণ করে এক বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন কোহলি। এতদিন এই রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন শচিন।

এরপর ইনিংসটি তিন অংকে নিয়ে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ৫০ সেঞ্চুরির রেকর্ড গড়েও স্বদেশি শচিনকে (৪৯ সেঞ্চুরি) পেছনে ফেলেছেন কোহলি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে খেলতে নেমে আরও একটি রেকর্ড করেছেন এই ডানহাতি ব্যাটার।

এক বিশ্বকাপে সর্বোচ্চ ৮টি ফিফটি হাঁকিয়েছেন কোহলি। এর আগে এক বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ ৭টি অর্ধশতক হাঁকানোর রেকর্ড করেছিলেন শচিন ও বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

কেনিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ২০০৩ বিশ্বকাপে ১১টি ম্যাচ খেলে ৬৭৩ রান করেছিলেন শচিন। ২০০৩ সালের আসরে এক সেঞ্চুরি ও ৬টি ফিফটি হাঁকিয়েছিলেন তিনি। সবমিলিয়ে ৭ বার অর্ধশতকের মাইলফলক অতিক্রম করেন ভারতীয় কিংবদন্তি।

অপরদিকে চলতি বিশ্বকাপে ১০ ম্যাচ খেলেই ৭১১ রান করে ফেলেছেন কোহলি। ৩ সেঞ্চুরি আর ৫টি অর্ধশতক হাঁকিয়েছেন এই ডানহাতি ব্যাটার। মোট ৮ বার অর্ধশতক পার করেছেন তিনি। চলতি বিশ্বকাপে কোহলির ৮টি ইনিংস হলো- ৮৫, ৫৫*, ১০৩*, ৯৫, ৮৮, ১০১*, ৫১ ও ১১৭।

এর আগে ২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে নিজের ক্যারিয়ারের সেরা বিশ্বকাপ খেলেছিলেন সাকিব। ওই আসরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের অর্ধশতক পার হওয়া ৭টি ইনিংস হলো- ৭৫, ৬৪, ১২১, ১২৪*, ৫১, ৬৬ ও ৬৪।

এবারের বিশ্বকাপে ৫৯১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক। তার পেছনে থাকা নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রাবিন্দ্রা করেছেন ৫৬৫ রান। তালিকার চতুর্থ স্থানের থাকা ভারতের ওপেনার রোহিত শর্মা করেছেন ৫৫০ রান।

কালের আলো/এসএমআর