কলকাতায় বৃষ্টি শঙ্কা, কী আছে দ্বিতীয় সেমিফাইনালের ভাগ্যে
প্রকাশিতঃ 12:15 pm | November 16, 2023
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বিশ্বকাপের শিরোপা লড়াই শুরু করেছিল ১০ দল। কমতে কমতে তা এখন নেমে এসেছে তিনে। গতকাল বুধবার জমজমাট সেমিফাইনাল শেষে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের জায়গা নিশ্চিত করেছে স্বাগতিক ভারত। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। দুই দলের বিশ্বকাপ সেমিফাইনালে এটি তৃতীয় দেখা। আগের দুইবারই জয়ী হয়েছিল অস্ট্রেলিয়া।
এদিকে বিশ্বকাপের এই ম্যাচের আগে ম্যাচভেন্যু কলকাতা ইডেন গার্ডেনে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশ। আছে বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার আশঙ্কাও। তবে স্বস্তির খবর নকআউট পর্বের ম্যাচের জন্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি। কোন কারণে ভারী বৃষ্টির কারণে ম্যাচ শেষ করা সম্ভব না হলে, খেলা চলে যাবে পরের দিনের সূচিতে।
তবে সেমিফাইনালের দিনেই ম্যাচটি সম্পূর্ণ করার চেষ্টা করবেন আম্পায়াররা। ওভার কমিয়ে প্রতি পক্ষে ন্যূনতম ২০ ওভারের খেলা চালিয়ে নেওয়ার চেষ্টা করবেন তারা। যদি তাও সম্ভব না হয় তবেই খেলা গড়াবে রিজার্ভ ডেতে।
যদি রিজার্ভ ডেতেও খেলা শেষ করা সম্ভব না হয়, তাহলে গ্রুপ পর্বের পয়েন্ট টেবিল অনুযায়ী সেরা দলকেই ফাইনালিস্ট ঘোষণা করা হবে। বিশ্বকাপের রাউন্ড রবিন লীগ পর্বে দুইয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। আর তিনে ছিল অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে ফাইনালে ভারতের সঙ্গী হবে প্রোটিয়ারা।
কালের আলো/.এসএমআর