সরকার পতনের ‘হাস্যকর’ তত্ত্ব : আইজিপি আগেই বলেছেন ‘গুজবে কান দেবেন না’

প্রকাশিতঃ 12:39 am | February 08, 2018

অ্যাক্টিং এডিটর, কালের আলো:

সরকার পতনের কাল্পনিক এক ফর্মুলা ছড়িয়ে দেয়া হচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইনবক্সে। মাত্র ৩ ঘন্টার মধ্যেই সরকার পতনের আজগুবি তত্ত্ব নিয়ে প্রচারণা চালাচ্ছে একটি চক্র। মহলটির এমন অপপ্রচার নিয়ে অনেকেই কৌতূহলী হয়ে ওঠেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামালও জেনেছেন ‘বিশৃঙ্খল’ বিএনপি’র ‘হাস্যকর’ এমন পরিকল্পনা। তিনি হেসে উড়িয়ে দিয়েছেন।

এটা যে কেবল নিছক অপপ্রচার ছাড়া কিছুই নয় এমনটিও স্পষ্ট বুঝা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী’র অভিব্যক্তিতে। এ অপপ্রচারে দেশপ্রেমিক পুলিশ বাহিনীকেও ‘ঢাল’ হিসেবে ব্যবহার করার পাঁয়তারা চালানো হয়েছে। বলা হয়েছে, বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) খালেদার রায়ের দিন না কী ৩ ঘন্টার জন্য পুলিশ রাস্তা ছেড়ে দেবে।

পুলিশের অনেক কর্মকর্তাইও বিষয়টিকে ‘আকাশ কুসুম’ কল্পনার মতোই মনে করছেন। তারা বলছেন, পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বুধবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টায় পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে বলেই দিয়েছেন, ‘গুজবে কান দেবেন না। আগামীকাল (০৮ ফেব্রুয়ারি) কিছু হবে না।’

অর্থাৎ, অন্তর্কোন্দলে বিপর্যস্ত সহিংসতার রাজনীতিতে বিশ্বাসী দলটি’র অপপ্রচারই যে সম্বল হতে পারে এমনটি আগেই হয়তো আঁচ করতে পেরেছিলেন মেধাবী, পরিচ্ছন্ন ও ঝানু এ পুলিশ প্রধান।

এ কারণে আগেভাগেই রায়কে কেন্দ্র করে জনগণের মাঝে ভীতি ও আতঙ্ক দূর করতে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ‘ভীত হবেন না, আশ্বস্ত করছি ৮ ফেব্রুয়ারি কিছু হবে না।’ এদিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে স্বাভাবিক থাকবে দৃঢ়তার সঙ্গে এমন কথাও উচ্চারণ করেছেন পুলিশ প্রধান।

ফলে দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়ের ১০ থেকে ১২ ঘন্টা আগে পুলিশকে জড়িয়ে এমন গোয়েবলসীয় অপপ্রচার আর হালে পানি পাচ্ছে না।

জনগণের জানমালের নিরাপত্তা দিতে জননিরাপত্তা ও জনশৃঙ্খলার অবনতির অপচেষ্টাকারীদের নুন্যতমও ছাড় দেয়া হবে না, দূরদৃষ্টিসম্পন্ন শীর্ষ পুলিশ কর্মকর্তার মুখ থেকে উচ্চারিত এমন বক্তব্য দেশের শান্তিপ্রিয় জনসাধারণকে আশান্বিত করেছে।

খোঁজ খবর নিয়ে দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কেউ পোস্ট না করলেও ইনবক্সে ইনবক্সে ছড়িয়ে দেয়া হচ্ছে সরকার পতনের এক পরিকল্পনা। বিটিআরসির কর্মকর্তাদের মাধ্যমে এমন ম্যাসেজ সরকারের উচ্চ পর্যায়েও চলে গেছে।

বিভিন্ন মানুষের ইনবক্সে দু’রকম ম্যাসেজ পাঠাচ্ছে বিএনপি-জামায়াত জোট চক্রের লোকজন। একটি ম্যাসেজে তারা বলছেন ‘৮ তারিখ সকাল ১০ টার পর পুলিশ রাস্তা ছেড়ে দিবে ৩ ঘন্টার জন্য। এই ৩ ঘন্টার মধ্যে বিএনপি যদি মাঠ দখল নিতে পারলেই সরকার পতন, গোপন তথ্য ম্যাসেঞ্জারে সবাইকে জানিয়ে দেন প্লিজ। ’

আরেকটি ম্যাসেজে এ চক্রটির লোকজন রীতিমতো ‘গরিবের ঘোড়া রোগ’ এর মতো স্বপ্নে বিভোর হয়ে উঠেছেন। আজগুবি তত্ত্ব নিয়ে এখানে বলা হয়েছে, ‘এইসব মিছিল সমাবেশ নিষিদ্ধ টিষিদ্ধ কিছুতেই কিছু কাজ হইব না। ম্যাডাম আদালতে যাওয়ার উদ্দেশ্যে গুলশান কার্যালয় থেকে গাড়ি বহর নিয়ে বের হয়ে গুলশান পাড় হয়ে মূল সড়কে উঠে গাড়ি থেকে নেমে কিছুদূর পর্যন্ত হাঁটতে শুরু করবেন। এরপর রিক্সাযোগে আদালতে যেতে থাকবেন।

আর এ থেকেই রচিত হবে রাজধানীর রাজপথে নতুন ইতিহাস। তাৎক্ষণিক হাজার হাজার লাখ লাখ নেতা কর্মী, সমর্থক, সাধারণ জনতা হাঁটতে শুরু করবে দেশনেত্রীর পাশে, সামনে, পিছনে।’

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা দেশবিরোধী চক্রের এ নেতারা ম্যাসেজের শেষের ভাগে এও বলছেন, ‘আগে থেকে ঘোষণা দেয়ার প্রয়োজন নাই। আগে থেকে ঘোষণা দিলে প্রশাসন ম্যাডামকে গাড়ি থেকে নামতেই দিবেনা বা কড়া নিরাপত্তায় পুলিশি বেষ্টনীতে আদালতে হাজির করাবে।’

কেউ কেউ মনে করছেন গত শনিবার দলের এক সভায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছিলেন, ‘বিএনপির কোনো ভয় নেই। বিএনপির সঙ্গে প্রশাসন আছে, পুলিশ আছে, সশস্ত্র বাহিনী আছে। এ দেশের জনগণ আছে। দেশের বাইরে যারা আছেন, তারা আছেন।’

জাতীয় সংসদে পরদিন রোববার প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল উল্টো প্রশ্ন রেখেছিলেন, পুলিশ, সশস্ত্র বাহিনী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে হলে দেশ চলছে কীভাবে?’

বিচক্ষণতার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলানো ‘জনবান্ধব’ এ রাজনীতিকের এমন উত্তর মাত্রই প্রতীয়মাণ হয়েছে, কর্মীদের চাঙ্গা করতেই খালেদা জিয়া মিথ্যার আশ্রয় নিয়েছেন। আ’লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাছান মাহমুদের ভাষায়- শেষ মুহুর্তে খালেদা জিয়া ‘গোঙানি’ দিচ্ছেন।’

পুলিশের সর্বোচ্চ পদে মাত্র এক সপ্তাহ আগে দায়িত্ব নেয়া নতুন আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর উদ্দেশ্যে যখন বিদায়ী মহাপরিদর্শক (আইজিপি) এ.কে.এম.শহীদুল হক বলেছিলেন, ‘নতুন বছরটি হবে বড় চ্যালেঞ্জের বছর। কারণ এটা নির্বাচনের বছর। সুষ্ঠু ও সফল নির্বাচন সম্পন্ন করাই নতুন আইজিপির জন্য বড় চ্যালেঞ্জ হবে।’

সেদিন পুলিশের নতুন প্রধান বলেছিলেন, ‘পুলিশে যোগদানের পর থেকে প্রতিটি দিনই আমাদের জন্য চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জ নেওয়াটা আমাদের কাছে কোনো নতুন বিষয় নয়।’ ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর পরিচিতজন থেকে শুরু করে সবাই মনেপ্রাণে বিশ্বাস করেন, সেই শৈশব জীবন থেকে পুলিশের ৩২ বছরের বর্ণাঢ্য চাকরি জীবনে একাধিকবার চ্যালেঞ্জ জিতেই সাফল্যের শীর্ষে পৌঁছেছেন তিনি। জঙ্গিবাদ দমনে তিনি যেমন কার্যকর ভূমিকা রেখেছেন তেমনি একাদশ সংসদ নির্বাচন তো বটেই দুর্নীতির মামলায় আর মাত্র কয়েক ঘন্টা পর খালেদার রায়কে ঘিরে কোন প্রকার বিশৃঙ্খলা বা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হলে স্বাধীনতা বিরোধীদের মুখে ছাই দিয়ে সব ষড়যন্ত্র ও চ্যালেঞ্জ প্রজ্ঞার সঙ্গে মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিয়ে যাবেন তিনি।

পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারীও বলেছেন, ‘আগামীকাল (০৮ ফেব্রুয়ারি) সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। এরপরও যদি কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠী জননিরাপত্তা ও জনশৃঙ্খলার অবনতির অপচেষ্টা করে, তবে তা আইনগতভাবে মোকাবেলা করা হবে। নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির যে কোনো অপচেষ্টা পুলিশ কঠোরভাবে পেশাদারিত্বের সঙ্গে মোকাবেলা করবে।’

আরও পড়ুন নতুন আইজিপিকে স্বত:স্ফূর্ত ভালবাসার স্বাক্ষী পুলিশ সদর দপ্তর

 

কালের আলো/এসএ