চলমান সংকট নিরসনে ভারতকে পাশে চাইলেন ঢাকার সংবাদমাধ্যমের নীতি-নির্ধারকরা
প্রকাশিতঃ 6:22 pm | November 19, 2023
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশের আসন্ন নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র-ভারতের পাল্টাপাল্টি অবস্থানের মাঝে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভারতকেই অনুসরণ করা উচিত বলে মত দিয়েছেন দেশের সংবাদমাধ্যমের নীতি-নির্ধারকদের একটি বড় অংশ। তারা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় চলমান সংকট নিরসনে ভারতের সহযোগিতাও চেয়েছেন।
রবিবার (১৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে, ‘দক্ষিণ এশিয়ার দৃষ্টিকোণে নির্বাচন ও গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনায় বিশিষ্ট সাংবাদিকদের বক্তব্যে এমন মত উঠে আসে। এই আলোচনায় যোগ দেন ‘প্রেসক্লাব অব ইন্ডিয়া’র সভাপতি গৌতম লাহিড়ীসহ বেশ কয়েকজন ভারতীয় সাংবাদিক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত। তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারতের সম্পর্ক ও বন্ধুত্ব ঐতিহাসিক।’
এডিটরস গিল্ডের প্রেসিডেন্ট এবং বেসরকারি টেলিভিশন একাত্তরের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু বলেন, ‘বাংলাদেশে প্রধান দল দুটি। কিন্তু সমস্যা হয়ে যায় এক দল যদি নির্বাচন বর্জন করে।’
বেসরকারি টেলিভিশন ডিবিসির প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম বলেন, ‘মনে হচ্ছে একটি পক্ষের রাজনৈতিক বক্তব্য কবরস্থান থেকে শুনছি। বাংলাদেশের গণতন্ত্রের বয়স ২৮ বছর এবং ভারতের ৭৫ বছর। তাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভারতের দৃষ্টান্তমূলক গণতন্ত্র অনুসরণ করা উচিত।’
এই আলোচনায় অংশ নেওয়া সাংবাদিকদের মতে, দক্ষিণ এশিয়ার বড় শক্তি হলো ভারত। তাই আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ভারতের সহযোগিতাও কামনা করেন তারা।
তবে প্রেসক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী বলেন, ‘বাংলাদেশের নির্বাচন কী হবে, কেমন হবে তা ঠিক করবে দেশের জনগণ। এ বিষয়ে বাইরের কারও কিছু বলার সুযোগ নেই।’
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭০ সালের নির্বাচনের মধ্য দিয়েই দেশে নির্বাচনের ক্ষেত্র তৈরি হয়েছে। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে প্রথম নির্বাচনমুখী করেছেন।’ তিনি জানান, নির্বাচনে যারা অংশ নেবেন না, তারা এমনিতেই নির্মূল হয়ে যাবেন। ২০১৮ সালের নির্বাচনের গল্প গ্রহণযোগ্য নয়।
জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনের নামে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের ওপর হামলা যারা উস্কে দিচ্ছে, সেসব কিছু বিবেচনা করেই দেশে নির্বাচনের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আঞ্চলিক রাজনীতি প্রসঙ্গে শাহরিয়ার আলমের বক্তব্য, ‘দক্ষিণ এশিয়ার কাঠামোগত অবস্থানের ওপরেই নির্ভর করবে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, আফগানিস্তানসহ প্রতিটি দেশের গণতন্ত্র ও নির্বাচন।’
কালের আলো/ডিএস/এমএম