বাংলাদেশ সেনাবাহিনী ও কানাডিয়ান ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশিতঃ 6:43 pm | November 22, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ সেনাবাহিনী ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনটি সম্পন্ন হয়। বাংলাদেশ সেনাবাহিনীর শিক্ষা পরিদপ্তর ও সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের যৌথ উদ্যোগে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি পরিচালিত হয়।

সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ’র উপস্থিতিতে সেনাবাহিনীর শিক্ষা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রেজাউল ইসলাম ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াস উদ্দিন আহসান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র ট্রাস্টি বোর্ডের সভাপতি ড. চৌধুরী নাফিস সারাফাত উপস্থিত ছিলেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠান দুটি’র মধ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে সহযোগিতার দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি সমঝোতা স্মারকে স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এ উচ্চশিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে বিশেষ সুবিধা লাভ করবে।

জানা যায়, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি গৌরবময় প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এর ফলে দুটি প্রতিষ্ঠানের মধ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে সহযোগিতার দ্বার আরও উন্মোচিত হলো। সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিশেষ সুবিধা লাভ করবেন।

কালের আলো/এমএএএমকে