২ সন্তানসহ অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

প্রকাশিতঃ 7:02 pm | November 23, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সিলেটের গোয়াইনঘাটে দুই সন্তানসহ অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে ও কুপিয়ে হত্যার দায়ে স্বামী হিফজুর রহমানকে (৩৮) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে জেলার সিনিয়র দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে মামলার একমাত্র আসামি হিফজুর রহমান আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিফুজর রহমান গোয়াইনঘাটের বিন্নাকান্দি গ্রামের আব্দুর রবের ছেলে। ফাঁসির আদেশের পাশাপাশি পৃথক ধারায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন বিচারক।

সিলেট জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নিজাম উদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৬ জুন অন্তঃসত্ত্বা স্ত্রী আলেমা বেগম ও দুই সন্তান মিজান ও আনিছা বেগমকে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন হিফজুর রহমান। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা করেন নিহত আলেমা বেগমের বাবা আইয়ুব আলী। পরে হিফজুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।

আদালতে দেওয়া জবানবন্দিতে হিফজুর রহমান বলেন, আমি অসুস্থ থাকায় স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে একসঙ্গে ঘুমিয়ে পড়ি। পরে স্বপ্নে দেখি আমার স্ত্রী, ছেলে ও মেয়েকে বড় বড় রুই মাছ ও সাপ এসে খেয়ে ফেলছে। বসতঘর থেকে বঁটি নিয়ে অন্ধকারের মধ্যে তাদের বাঁচানোর জন্য এলোপাতাড়ি কুপিয়েছি। পরে ঘরের বাতি জ্বালিয়ে দেখি আমি আমার স্ত্রী, ছেলে ও মেয়েকে কুপিয়ে হত্যা করে ফেলেছি। আমি এখন আর বাঁচতে চাই না।

কালের আলো/এসএমআর