স্কুলের সামনে ছিনতাই করত তারা
প্রকাশিতঃ 4:41 pm | November 27, 2023
জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর মিরপুর এলাকা থেকে জনি (২৩) ও সাগর (২৪) নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।
রোববার (২৬ নভেম্বর) মিরপুর মডেল থানার মনিপুর বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ বলছে, তারা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো, এরপর সুযোগ বুঝে অভিভাবকদের ব্যাগ, মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতো।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ওসি মো. মহসিন।
তিনি জানান, গ্রেফতার জনি ও সাগর ছিনতাইকারী। তবে তারা সবাইকে টার্গেট করে না। তাদের টার্গেট স্কুলের সামনে অপেক্ষমান মহিলা অভিভাবকেরা। তারা সাধারণত স্কুল ছুটির সময় এসব অভিভাবকদের আশপাশে ঘুরঘুর করত। এরপর সুযোগ বুঝে ব্যাগ, মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতো। এসময় কেউ বাধা দিলে তাকে ছুরি দিয়ে মারার ভয় দেখাতো। স্কুল ছুটির সময় সবাই সন্তান নিয়ে ব্যস্ত থাকে, তাই এই সময়টিকেই তারা টার্গেট করত।
তিনি আরও জানান, গতকালও ছিনতাইয়ের উদ্দেশ্যে মণিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে যায় তারা। সংবাদ পেয়ে পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।
কালের আলো/এমএইচ/এসবি