পানি সম্পদ উপমন্ত্রীর মনোনয়নে শরীয়তপুরে বাঁধভাঙা উচ্ছ্বাস, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

প্রকাশিতঃ 8:01 pm | November 26, 2023

নিজস্ব/শরীয়তপুর প্রতিবেদক, কালের আলো:

নড়িয়া ও সখিপুর নিয়ে গঠিত শরীয়তপুর-২ আসনে টানা দ্বিতীয়বারের মতো পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাস তৈরি হয়েছে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে স্থানীয় জনসাধারণের মাঝে। পাশাপাশি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে স্থানীয় জনতার মাঝে চলে মিষ্টি বিতরণ। প্রত্যেকে অভিন্ন কন্ঠে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে আসন্ন সংসদ নির্বাচনের ভোটে পুনরায় একেএম এনামুল হক শামীমকে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

জানা যায়, গত রোববার (২৬ নভেম্বর) বিকেলে এনামুল হক শামীমের মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসে। তারা নড়িয়া-সখিপুরের বিভিন্ন এলাকায় বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ মিছিল বের করে ও রঙ মেখে উল্লাসে ফেটে পড়ে। তারা নিজেরা মিষ্টিমুখ করে। এতে দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

ভোটারদের চোখে পানি সম্পদ উপমন্ত্রী
আশ্রয়নের জমি ও ঘর পাওয়া ছালেহা বেগমের আনন্দের যেন সীমা নেই। নিজেদের সন্তান এনামুল হক শামীম মনোনয়ন পাওয়ায় উৎসব আনন্দের ফল্গুধারা বয়ে যাচ্ছে তাঁর হৃদয়ে। আঞ্চলিক ভাষায় তিনি বলেন, ‘এনামুল হক শামীমের লেইগ্গা এখন আমার জমি আছে, ঘর আছে। হে কতা দিয়ে কতা রাহে। হেরে নমিনেশন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনারে ধন্যবাদ। তাদের লেইগ্গাই আমরা অহন আর ভূমিহীন না।’

নদীভাঙন কবলিত আসমা বেগম ও সামিদ বলেন, ‘আমাদের এখন আর নদীভাঙন নেই। জননেত্রী শেখ হাসিনার বদৌলতে এনামুল হক শামীম আমাদের নদীভাঙনের হাত থেকে রক্ষা করেছেন। তার জন্যই ভাঙন কবলিত নড়িয়া এখন পর্যটন এলাকা। তাকে আবারও মনোনয়ন দেওয়ায় আমরা আনন্দিত। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।’

স্থানীয় শিক্ষক ফজলুর রহমান মনে করেন, শরীয়তপুর-২ আসনে উন্নয়ন বিপ্লব তৈরি করেছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। আনন্দিত এই শিক্ষক বলেন, ‘এনামুল হক শামীম এমপি ও উপমন্ত্রী হয়ে যে উন্নয়ন করেছেন গত ৪০ বছরেও তা হয়নি। তাঁর কারণে শরীয়তপুরে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় হতে চলছে। এছাড়াও ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করে চলেছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য ব্যক্তির ওপরই আস্থা রেখেছেন। আমরা শেখের বেটির কাছে কৃতজ্ঞ।’

কালের আলো/এমকে/আরআই