৩০০ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ঘোষণা
প্রকাশিতঃ 8:02 pm | November 29, 2023
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে তৃণমূল বিএনপি। বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর তোপখানা রোডের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে নিবন্ধন পায় তৃণমূল বিএনপি। এর তিনদিন পর দলটির প্রতিষ্ঠাতা নাজমুল হুদা মারা যান।
এরপর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা। পরে ১৯ সেপ্টেম্বর দলটিতে যোগ দিয়ে চেয়ারপারসন নির্বাচিত হন শমসের মবিন চৌধুরী এবং মহাসচিবের দায়িত্ব পান তৈমূর আলম খন্দকার।
কালের আলো/এসএম/আরএস