কিশোরগঞ্জ-১ আসনে ভাই-বোন আর ভাতিজার মধ্যে লড়াই
প্রকাশিতঃ 11:19 am | November 30, 2023
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন একই পরিবারের চারজন।
তারা মুক্তিযুদ্ধকালীন সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের পরিবারের সদস্যরা।
আসন্ন নির্বাচনকে ঘিরে আসনটিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ার আগে থেকেই এ পরিবারের চার সদস্য নির্বাচনী এলাকা প্রচার-প্রচারণা ও সভা সমাবেশ করে আসছিলেন। পরে গত ২৬ নভেম্বর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান সংসদ সদস্য ও সৈয়দ আশরাফের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর লিপিকে আবারও নৌকার মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানায় দলটি। পরে সৈয়দ পরিবারের আরও তিন সদস্য মনোনয়নপত্র সংগ্রহ করেন।
তারা হলেন, সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই ও প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ সাফায়েতুল ইসলাম ও তার ছেলে সৈয়দ নাফিস নজরুল রাইয়ান এবং চাচাতো ভাই কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ।
গতকাল বুধবার (২৯ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সৈয়দা জাকিয়া নূর লিপি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় নিজ পরিবার থেকে চারজনের মনোনয়নপত্র সংগ্রহের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন সৈয়দ সাফায়েতুল ইসলাম। একই পরিবারে চারজনের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে তিনিও জানান, এসব ব্যাপারে তার কোনো ব্যাক্তিগত মন্তব্য নেই।
অন্যদিকে নির্বাচনে আরেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে যাচ্ছেন সৈয়দ পরিবারের সদস্য সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। তিনি জানান, দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে আমি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। তৃণমূলের প্রতিটি মানুষের সাথে আমার সম্পর্ক রয়েছে। দলীয়ভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে কোনো বাধা না থাকায় ও নেতাকর্মীদের প্রত্যাশায় আমি এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছি। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গেই আমার বেড়ে ওঠা। আমি রাজপথের একজন কর্মী।
কিশোর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান বলেন, আমাদের কিশোরগঞ্জের ছয়টি আসনে যারা নৌকার মনোনয়ন পেয়েছে তারা সবাই যোগ্য। আমার ব্যক্তিগত কেউ পছন্দ নেই। দল যাকে মনোনয়ন দিয়েছে আমরা তার পক্ষেই কাজ করব।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত হলেও শপথ নেওয়ার পূর্বে ৩ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। ফলে কিশোরগঞ্জ-১ আসনটি শূন্য হয়ে যায়। উপনির্বাচনে জাকিয়া নূর লিপি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। তিনি দ্বিতীয় বারের মতো নৌকার মনোনয়ন পেয়েছেন।
এ আসন থেকে টানা পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
এর মধ্যে কিশোরগঞ্জে মনোয়নপত্র বাছাইয়ের দিন নির্ধারণ করা হয়েছে ৩ ও ৪ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
কালের আলো/এসএম/আর