খালেদার রায়কে ঘিরে ময়মনসিংহে সতর্ক পুলিশ ও আ’লীগ

প্রকাশিতঃ 1:56 pm | February 08, 2018

সিনিয়র করেসপন্ডেন্ট, কালের আলো :

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে ঘিরে ময়মনসিংহের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা। অন্যদিকে নগরীর জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল থেকে নগরীর এমন চিত্র দেখা গেছে। ব্যাপক পুলিশী উপস্থিতির কারণে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জনমনে ভীতি দূর হয়েছে। মানুষ নির্বিঘ্নে চলাচল করছে।

নগরীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিনি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ও জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলামের পক্ষ থেকে পুলিশ সদস্যদের সতর্কতামূলক নির্দেশনা দেয়া হয়েছে।

নগরীর হরিকিশোর রায় রোডস্থ দক্ষিণ জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। গোয়েন্দা সংস্থাগুলোও সার্বিক পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। ব্যাাক পুলিশি উপস্থিতির মুখে নগরীর কোথাও বিএনপি বা অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দেখা যায়নি।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, নগরীর গুরুত্বপূর্ণ ৩০ টি পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। এর পাশাপাশি ৮ টি চেকপোস্টে চলছে তল্লাশি কার্যক্রম। তাদের সহায়তা করতে ৮ টি মোবাইল টিম কাজ করছে। যে কোন ধরণের নাশকতা প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে।

এদিকে, এ রায়কে ঘিরে বিশৃঙ্খলা প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর পাশাপাশি জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরাও তা প্রতিহত করতে নগরীর গুরুত্বপূর্ণ জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে অবস্থান নিয়েছেন দলটির নেতা-কর্মীরা।

এ সময় ময়মনসিংহ পৌরসভার মেয়র ও মহানগর আ’লীগের শীর্ষ নেতা ইকরামুল হক টিটু, এফবিসিসিআই’র ৩ বারের সাবেক পরিচালক আমিনুল হক শামীম, জেলা আওয়ামী লীগ নেতা আহাম্মদ আলী আকন্দ, কাজী আজাদ জাহান শামীম, শওকত জাহান মুকুল, ফিরোজ আহমেদ, এমদাদুল হক মন্ডল, শামসুল আলম, এম.এ.কুদ্দুস, হুমায়ুন কবির হিমেল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ শওকত ওসমান লিটন, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এ.বি.এম.নুরুজ্জামান খোকন, মহানগর যুবলীগের আহবায়ক মোহাম্মদ শাহীনুর রহমান, শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ, ছাত্রলীগ নেতা অনি, হুমায়ুন, অমিত সাহা, নাইম, আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

কালের আলো/এসএ