আইজিপি’র কাজের অনুপ্রেরণাই প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ 7:30 am | January 16, 2019
বিশেষ প্রতিবেদক, কালের আলো :
স্বদেশী আন্দোলনের যুগের কবি রজনীকান্ত সেনের ‘আমি অকৃতি অধম বলেও তো/ কিছু কম করে মোরো দাওনি/যা দিয়েছো তারই অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নাও নি/ তব আশিষ কুসুম ধরি নাই শিরে/ পায়ে দলে গেছি, চাহি নাই ফিরে/ তবু দয়া করে কেবলই দিয়েছো/প্রতিদান কিছু চাওনি’ বিখ্যাত গানটি যেন তাঁর হৃদয়তন্ত্রীতে গাঁথা।
সব সময়ই এই গানের আবেদন রয়েছে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এর মাঝে। সংস্কৃতিবান ও রুচিশীল এই মানুষটি মনে মনেই কখনো গেয়ে ওঠেন সেই গান। নিজ থেকেই একবার এই তথ্যটি উপস্থাপন করেছিলেন।
নিজের বন্ধু, ব্যাচমেট বিদায়ী পুলিশ প্রধান এ.কে.এম.শহীদুল হকের এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে নির্মোহ, সৎ ও নিষ্ঠাবান মানুষ ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এই গানের সঙ্গেই সঙ্গতি রেখেই যেন প্রকাশ করেছিলেন নির্মোহতায় নিজের অনন্য হয়ে ওঠার কথা।
‘আমি সব সময় মনে করি সৃষ্টিকর্তা আমাকে যতটুকু দিয়েছেন আমি তাঁর সামান্যতম যোগ্য ছিলাম না। এটা সৃষ্টিকর্তার দান। এই বিশ্বাসটুকু আমার আছে’-সেদিন এভাবেই বলেছিলেন ড.জাবেদ। দূরের থেকে তাঁর কাছের মানুষেরাও জানেন, বিশ্বাস করেন, ক্ষমতা কিংবা টাকার মোহ কোনদিনই তাকে স্পর্শ করেনি।
তিনি অনুসরণ করেন বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বিশ্বের সৎ ৫ সরকার প্রধানের তালিকায় বিশ্বনেতা শেখ হাসিনার অবস্থান তৃতীয়। আইজিপি নিজের কাজের অনুপ্রেরণাও মনে করেন প্রধানমন্ত্রীকেই। প্রধানমন্ত্রীর বিশ্বাস ও আস্থার মর্যাদা রেখেই কাজ করতে চান।
দিন-রাত ক্লান্তিহীন পরিশ্রম করে নিজের পরিচ্ছন্ন ভাবমূর্তিই গড়ে তুলেছেন আইজিপি। স্বীয় ব্যক্তিত্ব ও প্রতিভার আলোকচ্ছটায় সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
জ্ঞানে-গরিমায়, মেধায়-প্রজ্ঞায় অনন্য ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদে নিজের অভিষিক্ত হওয়ার নেপথ্যে শুরু থেকেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি নিজের কৃতজ্ঞতার কথা উচ্চারণ করেছেন। দায়িত্ব নিয়েই এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘কৃতজ্ঞতা প্রধানমন্ত্রীর প্রতি। যিনি আমাকে এই গুরুদায়িত্ব দেওয়ার পেছনে সর্বোচ্চ এবং একক ভূমিকা নিয়েছেন।’
সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে যুদ্ধে সফলতার সঙ্গে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি সহিংসতা ও রক্তারক্তিমুক্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপহার দিয়েও পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে গোটা বিশ্বেই উজ্জ্বল করেছেন তিনি। এসবের মাধ্যমে প্রকারান্তরে বাংলাদেশ পুলিশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রায় এক বছর আগের সেই অঙ্গীকারও যেন পালন করেছেন ড.জাবেদ।
সমাজকল্যাণ থেকে তিন আইজিপি : বাংলাদেশ পুলিশর গৌরবময় পথচলায় ২৯ তম আইজিপি জাবেদ পাটোয়ারী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইন্সটিটিউট থেকে স্নাতকোত্তর করেছেন। তিনি ছাড়াও আইজিপি হিসেবে আগে দায়িত্ব পালন করা নুরুল হুদা ও এ.কে.এম.শহীদুল হকও একই ইন্সটিটিউটের ছাত্র ছিলেন।
কালের আলো/ওএইচ/এএ