১২১১৫ কোটি টাকা ‘আনুগত্য পুরস্কার’ পাচ্ছে রিয়াল-বার্সা
প্রকাশিতঃ 3:43 pm | December 23, 2023
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
ফিফা-উয়েফার নিষেধাজ্ঞার মুখে যখন ক্লাবগুলো ইউরোপিয়ান সুপার লিগে (ইএসএল) যুক্ত হওয়ার সাহস করেনি, তখন কেবল অনড় ছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। যে কারণে নিষিদ্ধের শঙ্কা ওঠে যাওয়ার পর স্প্যানিশ ক্লাব দুটি পিলে চমকে দেওয়ার মতো অঙ্কের ‘আনুগত্য পুরস্কার’ (লয়াল্টি বোনাস) পেতে যাচ্ছে। সম্প্রতি ইউরোপের সর্বোচ্চ আদালতের দেওয়া রায়ের পর ইএসএল চালু হতে আর কোনো বাধা থাকছে না। ইতোমধ্যে লিগের ফরম্যাটও ঘোষণা করেছে সুপার লিগ কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস ইএসএলকে বাধা দেওয়া বেআইনি উল্লেখ করে উয়েফা ও ফিফার বিরুদ্ধে রায় দেয়। একইসঙ্গে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা দুটি ‘ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার’ করেছে বলে জানান আদালত। এরপরই ৬৪ দলের তিন স্তরে টুর্নামেন্ট পরিচালনার ফরম্যাট প্রকাশ করে।
এর আগে ২০২১ সালে প্রথম সুপার লিগ আয়োজনের চেষ্টা করেছিল প্রোমোটার সংস্থা এ২২ স্পোর্টস। যদিও তখন ১২ ক্লাব নিয়ে তাদের এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ছিল। বেশ কিছু দল সেখানে অংশ নেওয়ার ঘোষণাও দেয়, কিন্তু পরে ফিফা-উয়েফার বাধায় সেটি আর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত কেবল অনড় ছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তারই পুরস্কার পেতে চলেছে স্পেনের জায়ান্ট ক্লাব দুটি। তবে একই কারণে জরিমানার মুখে পড়তে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। কারণ এর আগে তারা লিগটিতে অংশগ্রহণের ঘোষণা দিয়েছিল। এখন সরে গেলে ইএসএল জরিমানা করবে তাদের, অন্যদিকে যুক্ত হলে শাস্তি বসাবে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ইতোমধ্যে লিগটির পক্ষ থেকে ইএসএলকে আনুষ্ঠানিকভাবে বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।
তবে সুপার লিগ কবে নাগাদ আলোর মুখ দেখবে সেটি এখনও জানা যায়নি। প্রতিযোগিতাটি শুরু হলেই রিয়াল ও বার্সা ১০০ কোটি ইউরো (প্রায় ১২ হাজার ১১৫ কোটি ৭৮ লাখ টাকা) করে আনুগত্য বোনাস পেতে পারে। আর সুপার লিগ থেকে বেরিয়ে যাওয়ায় ও টুর্নামেন্টে অংশ নিতে না চাওয়া ক্লাবগুলোকে গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। এর আগে লিগটিতে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছিল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদ, প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, টটেনহাম, আর্সেনাল ও চেলসি এবং সিরি ‘আ’–এর জুভেন্টাস, ইন্টার মিলান ও এসি মিলান সুপার লিগ আয়োজনের ঘোষণা দিয়েছিল।
পরবর্তীতে উয়েফার চাপ আর সমর্থকদের বিরোধিতার মুখে পড়ে ক্লাবগুলো। ফলে নিজেদের এই প্রতিযোগিতা থেকে সরিয়ে নেয় ম্যানইউ, ম্যানসিটি, লিভারপুল, টটেনহাম, আর্সেনাল ও চেলসি, সিরি ‘আ’–এর জুভেন্টাস, ইন্টার মিলান ও এসি মিলান এবং লা লিগার দল অ্যাথলেটিকো মাদ্রিদ।
স্প্যানিশ সংবাদমাধ্যম দারিও স্পোর্ত ও পালকো২৩ জানিয়েছে, সুপার লিগের প্রতিষ্ঠাতা ক্লাবগুলো একটি চুক্তি স্বাক্ষর করেছিল। সেখানে স্পষ্ট উল্লেখ আছে, কোনো কারণে ক্লাবগুলো খেলতে না চাইলে বা প্রকল্প ছেড়ে চলে গেলে ৩০ কোটি ইউরো করে (৩ হাজার ৬৩০ কোটি টাকা) জরিমানা দিতে বাধ্য থাকবে। তবে তাদের উল্লেখিত অঙ্কের চেয়ে আরও অনেক বেশি হতে পারে বলে জানা গেছে। জরিমানার এই অর্থই রিয়াল–বার্সাকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। তবে তাদের এই বোনাসপ্রাপ্তী ঘটবে ইএসএল চূড়ান্তভাবে যাত্রা করলে। সেই সময়টা কবে আসবে, সেটাই এখন বড় প্রশ্ন!
কালের আলো/এসএম/আর