সালমা জাহান সনিয়ার চতুর্থ কাব্যগ্রন্থ ‘অলক্ষ্যে তুমি চোখের কাজল’

প্রকাশিতঃ 8:19 pm | December 26, 2023

সাহিত্য ডেস্ক, কালের আলো:

আগামী বইমেলায় প্রকাশিত হবে তরুণ কবি সালমা জাহান সনিয়ার চতুর্থ কাব্যগ্রন্থ ‘অলক্ষ্যে তুমি চোখের কাজল’। বইটি প্রকাশ করেছে কিংবদন্তি পাবলিকেশন। ইতোমধ্যে বইটির প্রি অর্ডার শুরু হয়ে গেছে।

কাজী ফরহাদের চমৎকার নামলিপিতে বইটির নান্দনিক প্রচ্ছদ করেছেন মোঃ সাদিতউজ্জামান। বইটির বিক্রিত মূল্য ৩০০ টাকা।

বইটি সম্পর্কে জানতে চাইলে সালমা জাহান সনিয়া বলেন, অলক্ষ্যে তুমি চোখের কাজল আমার চতুর্থ কাব্যগ্রন্থ। বইটির পাণ্ডুলিপি গোছানোর সময় চেষ্টা করেছি মোটামুটি সব ধরনের কবিতা রাখার।

তিনি আশা ব্যক্ত করে বলেন, বিগত বইমেলাগুলোতে নতুন হিসাবে পাঠকের যেমন সাড়া পেয়েছি আশাকরি নতুন বইটিও পাঠক সাদরে গ্রহণ করবেন।

সালমা জাহান সনিয়ার প্রকাশিত বইসমূহ- নোনাজলে চাঁদের হাসি, সভ্যতার শেষ স্টেশন, এক রাতের পাণ্ডুলিপি।

কালের আলো/এমএইচ/এইচএস