জলসিঁড়ি পাইওনিয়ার কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন করলেন সেনাপ্রধান

প্রকাশিতঃ 7:10 pm | December 29, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

স্মার্ট সিটি জলসিঁড়ি আবাসনের গলফ ক্লাবে ১ম টুর্নামেন্ট হিসেবে দুই দিনব্যাপী ‘জলসিঁড়ি পাইওনিয়ার কাপ গলফ টুর্নামেন্ট’র উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান ও জলসিঁড়ি গলফ ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) জলসিঁড়ি গলফ ক্লাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আইএসপিআর জানিয়েছে, টুর্নামেন্টে সর্বমোট ১৫০ জন গলফার অংশগ্রহণ করছেন। আগামী ৩০ ডিসেম্বর টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামী বছরের এপ্রিলে কোর্সটি নিয়মিতভাবে খেলার জন্য উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছে আইএসপিআর।

প্রসঙ্গত, সেনাবাহিনীর অফিসারদের আবাসন হিসেবে বাস্তবায়িত জলসিঁড়ি আবাসন প্রকল্পে বসবাসকারীদের বিনোদনের জন্য এ কোর্স প্রস্তুত করা হয়েছে। নয় (০৯) হোল বিশিষ্ট এ গলফ কোর্সে দেশের প্রথম এলিভেটেড ড্রাইভিং রেঞ্জ পরিকল্পনা করা হয়েছে যা কোর্সটিকে করেছে অনন্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উর্দ্ধতন সামরিক কর্মকর্তা, বাংলাদেশ গলফ ফেডারেশনের কর্মকর্তা, জলসিঁড়ি গলফ ক্লাবের কর্মকর্তা ও কর্মচারী, কুর্মিটোলা গলফ ক্লাব ও আর্মি গলফ ক্লাবের কর্মকর্তা, খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএস/এমএম