সোনারগাঁওয়ে মাইক্রোবাস খাদে, নিহত ৪
প্রকাশিতঃ 11:43 am | January 20, 2019
কালের আলো প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি মাইক্রোবাস উল্টে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। রোববার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের ভৈরবেরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলাম জানান, ঘন কুয়াশার কারণে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়।নিহতরা মাদকসক্ত ছিলেন।
কালের আলো/এএ/এমএইচএ