সফলতার সঙ্গে পিএসও’র দায়িত্ব পালনের পর সিজিএস হিসেবে ওয়াকার-উজ-জামানের নতুন অধ্যায়

প্রকাশিতঃ 4:46 pm | January 01, 2024

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

নতুন বছরেই নতুন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে ৩ বছর ১ মাস সফলতার সঙ্গে দায়িত্ব পালনের পর এবার সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বিদায়ী সিজিএস লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন। রোববার (৩১ ডিসেম্বর) চাকরি শেষে স্বাভাবিক অবসরে গেছেন আতাউল হাকিম। ফলে একই দিন থেকে নতুন সিজিএস’র নিয়োগ কার্যকর হয়েছে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, ১৯৮৫ সালে সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন পাওয়া ওয়াকার-উজ-জামান সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে তিনি সেনা সদর দপ্তরের সামরিক সচিবের দায়িত্ব পান। এর আগে তিনি জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে নেতৃত্ব দিয়েছেন নবম পদাতিক ডিভিশনকে। সেনাবাহিনীতে দীর্ঘ ৩৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন, একটি পদাতিক ব্রিগেড এবং পদাতিক ডিভিশনেরও নেতৃত্ব দিয়েছেন। স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস এবং সেনা সদরদপ্তরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সেনা সদরদপ্তরের সামরিক সচিবের শাখাতেও তিনি বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন।

দীর্ঘ চাকরি জীবনে বিচক্ষণ নেতৃত্বে ওয়াকার-উজ-জামান অর্জন করেছেন সুনাম। মহান মুক্তিযুদ্ধের সুমহান চেতনা, গভীর দেশপ্রেম, আদর্শবাদিতা ও কর্তব্যপরায়ণতায় অটল-অনড় থেকেছেন। অ্যাঙ্গোলা ও লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তি মিশনে সিনিয়র অপারেশন অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই উর্ধ্বতন সেনা কর্মকর্তা। মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে লেখাপড়া করার পর লন্ডনের কিংস কলেজে মাস্টার্স করেন ওয়াকার-উজ-জামান।

মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতির পর ২০২০ সালের ২৯ নভেম্বর সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে নিয়োগ পান ওয়াকার-উজ-জামান। পরদিন ৩০ নভেম্বর এই পদে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে তৎকালীন নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নবনিযুক্ত পিএসও ওয়াকার-উজ-জামানকে লেফটেন্যান্ট জেনারেল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এরপর সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পর সরকার সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ সিজিএস পদে তাকে বেছে নিয়েছে। এরই মধ্যে দিয়ে শুরু হলো ময়মনসিংহ বিভাগের শেরপুরের এই কৃতি সন্তানের বর্ণাঢ্য ক্যারিয়ারে নতুন এক অধ্যায়ের।

কালের আলো/এমএএএমকে