বইমেলায় আসছে তরুণ লেখক তাসমিয়া তাসনিন প্রিয়ার দ্বিতীয় উপন্যাস ‘নীরবে রাত্রি নামে’

প্রকাশিতঃ 12:33 am | January 07, 2024

সাহিত্য ডেস্ক, কালের আলো:

অমর একুশে বইমেলা ২০২৪-এ প্রকাশিত হবে তরুণ লেখক তাসমিয়া তাসনিন প্রিয়ার দ্বিতীয় উপন্যাস ‘নীরবে রাত্রি নামে ‘। বইটি প্রকাশ করেছে বাংলার প্রকাশন পাবলিকেশন। ইতোমধ্যে বইটির প্রি অর্ডার শুরু হয়ে গেছে। বইটির নান্দনিক প্রচ্ছদ করেছেন জুলিয়ান।

তাসমিয়া তাসনিন প্রিয়া এসময়ের একজন তরুণ লেখক। তার লেখার ভাষা ও শরীর পৃথক। এই সাতন্ত্র‍্য খুব সহজেই তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে। তার ভাবনা ও ভাষার বিদ্রুপে আমাদের চারপাশে ঘিরে থাকা নিঃসঙ্গতা, বহুগামিতা, প্রতিদিনের কথোপকথন। তার কলমে ঘুরেফিরে উঠে আসে অনুচ্চারিত ধোঁয়ায় আচ্ছন্ন আমাদের যুগল জীবনের অন্ধতা; প্রেম আসে টুপটাপ বৃষ্টির ছাঁট হয়ে, কান পাতলেই শোনা যায় ফুল ও পাথরের গোঙরানি, পাওয়া এবং না-পাওয়ার মাঝখান দিয়ে হেঁটে চলা সময়ের কার্তুজ। কুয়াশার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে জীবনের নানাবিধ জটিলতায় গুঞ্জরিত অভিমানের ধূপ ও আগরবাতির প্রোজ্জ্বল আক্ষেপ ও উৎকণ্ঠা।

বইটি সম্পর্কে জানতে চাইলে তাসমিয়া তাসনিন প্রিয়া বলেন, ‘নীরবে রাত্রি নামে’ বইটি আমার লেখা দ্বিতীয় উপন্যাস। থ্রিলারের সাথে কিছুটা রোমান্টিকের মিশ্রণে বইটি লেখার চেষ্টা করেছি। তাই এক কথায় বইটিকে রোমান্টিক থ্রিলার বলা চলে। কিন্তু অতিরঞ্জিত কোনো রোমান্স নেই।

তিনি আশা ব্যক্ত করে বলেন, বিগত বইমেলাগুলোতে নতুন হিসাবে পাঠকের যেমন সাড়া পেয়েছি আশাকরি নতুন বইটিও পাঠক সাদরে গ্রহণ করবেন।

তাসমিয়া তাসনিন প্রিয়ার প্রকাশিত বইসমূহ- বিষণ্ণ প্রজাপতি, নীরবে রাত্রি নামে।

কালের আলো/আব্দুল হামিদ