জেলকোড অনুযায়ী সুবিধা পাবেন খালেদা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিতঃ 3:34 pm | February 08, 2018
পলিটিক্যাল করেসপন্ডেন্ট :
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদন্ড দেয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে নিজ কক্ষে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, দুইবারের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে জেলকোড অনুযায়ী খালেদা জিয়া সব রকমের সুযোগ সুবিধা পাবেন।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথায় কোনও বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। তিনি বলেন, খালেদাকে প্রিজনে নেয়া হবে। দুইবার তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর সামাজিক অবস্থার কথা চিন্তা করে পুরাতন কেন্দ্রীয় কারাগারে রাখার ব্যবস্থা নেয়া হচ্ছে। জেলকোড অনুযায়ী সব সুবিধা পাবেন খালেদা জিয়া।
এক সংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা বাংলাদেশের খোঁজ নিলাম। কোন জায়গায় কোন প্রতিবাদ হয়নি। বাংলাদেশের প্রতিটি জেলায় খুব স্বাভাবিক অবস্থা চলছে। কেউ বিশ্ঙ্খৃলা সৃষ্টি করতে চাইলে, জনজীবনের যাত্রাকে বাঁধাগ্রস্ত করতে চাইলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে।
আরও পড়ুন: খালেদার রায়ে কাঁদলেন রিজভী-আলাল
কালের আলো/এএ