চাঁদার টাকার দ্বন্দ্বে কেরানীগঞ্জে রাসেলকে হত্যা, গ্রেফতার ১২

প্রকাশিতঃ 6:48 pm | January 17, 2024

কালের আলো প্রতিবেদক :

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদার টাকার ভাগ না পেয়ে রাতভর পৈশাচিক নির্যাতন চালিয়ে রাসেল (৩২) নামে এক যুবককে হত্যার ঘটনায় প্রধান আসামি আফতাব উদ্দীন রাব্বিসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- সজীব (৩৬), রাজীব (৩৫), হীরা (৩০), ফিরোজ (৩১), আলমগীর ঠান্ডু (৩৯), আমির (৩৮), রনি (৩৫), দেলোয়ার দেলু (৩৭), শিপন (৩১), মাহফুজ (৩৬) ও (১২) মো. রতন শেখ (২৮)।

বুধবার বেলা ১১টায় ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ‘নিহত রাসেল আসামি রাব্বির বন্ধু ছিল। কালিগঞ্জ এলাকায় রাসেল বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে রাব্বির নামে চাঁদা তোলে। কিন্তু রাসেল সেই টাকা রাব্বি ও অন্য সহযোগীদের না দিয়ে আত্মসাৎ করে। মূলত আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ও পারস্পরিক মতবিরোধের জেরে রাব্বি ও তার সহযোগীরা রাসেলের ওপর ক্ষুব্ধ হয়ে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে। ঘটনার দিন সন্ধ্যায় রাব্বি লোকজন দিয়ে রাসেলকে তার অফিসে ডেকে নিয়ে আসে। এরপর এ অফিস রুমে রাব্বি ও তার সহযোগীরা মিলে সারারাত রাসেলকে প্রচণ্ড মারধর করে ও কাঁচি দিয়ে চুল কেটে দেয়। নির্যাতনের একপর্যায়ে রাসেল তার বন্ধু রাব্বিকে ‘আব্বা আব্বা’ বলে ডাকে ও বাঁচার জন্য আকুতি মিনতি করতে থাকে। কিন্তু তার পরেও সবাই মিলে পালাক্রমে মারতে থাকায় রাসেল গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। একপর্যায়ে রাব্বির লোকজন আহত রাসেলকে অচেতন অবস্থায় রাত ২টার দিকে তার বাসায় স্ত্রীর কাছে দিয়ে আসে। পরদিন সকালে মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে রাসেল মারা যায়।’

এ ঘটনার পর থেকেই ব্যাপক তদন্ত কার্যক্রম শুরু করে ঢাকা জেলা পুলিশ। হত্যাকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ হত্যার ঘটনাস্থল রাব্বির অফিসে গিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত জব্দ করে।

এ ঘটনার দুইদিন পর নিহত রাসেলের বাবা তোফাজ্জল হাওলাদার বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর আসামিরা পালিয়ে যায়।

পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডে এজাহারভুক্ত আসামি ছাড়াও তদন্ত টিম ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ এবং ভাইরাল হওয়া ভিডিও পর্যালোচনা করে ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত করে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট এলাকার পারভীন টাওয়ারের দ্বিতীয় তলায় আফতাব উদ্দীন রাব্বির নিজ অফিসে রাতভর নির্যাতন করে রাসেলকে হত্যা করা হয়।

কালের আলো/বিএসবি