মাশরাফিকে নিয়েই ব্যাটিংয়ে সিলেট

প্রকাশিতঃ 7:33 pm | January 19, 2024

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময়েও ঠিকমতো হাঁটতে পারছিলেন না মাশরাফি বিন মুর্তজা। এরপর একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নির্বাচনের পর হাঁটুর অপারেশন করাবেন বলেও জানিয়েছিলেন। এই অবস্থাতেও শুরু থেকে তাকে খেলানোর ব্যাপারে আশাবাদী ছিল সিলেট স্ট্রাইকার্স। শেষ পর্যন্ত তাকেই ফ্র্যাঞ্চাইজিটি অধিনায়ক ঘোষণা করে। মাশরাফির নেতৃত্বেই বিপিএলের দশম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে সিলেট। টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে চট্টগ্রাম।

অনেকটা সাদামাটা আয়োজনে আজ (শুক্রবার) থেকে বিপিএলের নতুন আসর শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ‍কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শুভসূচনা করেছে দুর্দান্ত ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফির সিলেট ও শুভাগত হোমের চট্টগ্রামও ইতিবাচক লক্ষ্য নিয়ে মাঠে নামছে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : শুভাগত হোম (অধিনায়ক), আভিশকা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, নাজিবউল্লাহ জাদরান, ইমরান উজ্জামান, নিহাদুজ্জামান, শহীদুল ইসলাম, আল-আমিন হোসেন, বিলাল খান ও কার্টিস ক্যাম্ফার।

সিলেট স্ট্রাইকার্স একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, জাকির হাসান, ইয়াসির আলী রাব্বি, হ্যারি টেক্টর, বেনি হাওয়েল, বেন কাটিং, তানজিম হাসান সাকিব, নাজমুল ইসলাম অপু ও রিচার্ড এনগারাবা।

কালের আলো/এমএইচ/এসবি